শাকিব খান ফিল্মসের মতে বুবলীই সেরা

বুবলীই সেরা—এমন মত প্রকাশ করেছেন চিত্রনায়ক শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু ও ‘শাকিব খান ফিল্মস’-এর সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল।
বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো : দ্য সুপারস্টার’ ছবির মাধ্যমে ২০১৪ সালে চলচ্চিত্র প্রযোজনা শুরু করে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খান ফিল্মর্স। সেই ছবির নায়িকা ছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।
গত ঈদে শাকিব দ্বিতীয় চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’ প্রযোজনা করেন। ১৫ জুলাই থেকে শুরু হয় তাঁর প্রযোজিত তৃতীয় চলচ্চিত্র ‘বীর’-এর শুটিং। ‘পাসওয়ার্ড’-এর পর ‘বীর’ ছবিতেও অভিনয় করছেন বুবলী। বুবলীকে সেরা বলে মনে করেন সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল।
মোহাম্মদ ইকবাল এনটিভি অনলাইনকে বলেন, ‘ভালো গল্প দেখানোর জন্য প্রয়োজন ভালো শিল্পীর। একজন শিল্পীর যেমন ভালো অভিনয়গুণ থাকতে হবে, তেমনি সময়জ্ঞানও থাকতে হবে। আমাদের দেশে যাঁরা অভিনয় করেন, তাঁদের বেশিরভাগই কাজের উপযুক্ত নন। যে কারণে আমরা প্রায় সব ছবিতেই বুবলীকে নিচ্ছি। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান মনে করে, বুবলীই সেরা নায়িকা। এ ছাড়া গল্পের প্রয়োজনে আমরা নতুন নায়িকা নিচ্ছি, কারণ আমাদের এই শিল্পীসংকট কাটানো প্রয়োজন।’
মোহাম্মদ ইকবাল এর আগে শাকিব ও বুবলী অভিনীত ‘শুটার’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন। ২০১৬ সালে ঈদুল ফিতরে দেশের ১৫২টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি।
কাজী হায়াতের ৫০ নম্বর চলচ্চিত্র ‘বীর’। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো কাজী হায়াতের সঙ্গে কাজ করতে যাচ্ছেন শাকিব খান। ‘বীর’ ছবিটি মোহাম্মদ ইকবালের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করতে যাচ্ছেন নায়ক শাকিব খান। ১৫ জুলাই ‘বীর’ ছবির শুটিং শুরু হয়। বিএফডিসির কড়ইতলায় শুটিং চলে সারা দিন। তবে এ লটে শুটিংয়ে অংশ নেননি শাকিব খান ও বুবলী।
একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদপাঠিকা হিসেবে বুবলী কাজ করেছেন দীর্ঘদিন। সেই বুবলী এখন ঢালিউডের আলোচিত নায়িকা। ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর ঈদুল ফিতরে মুক্তি পায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’। এই চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তাঁর। এতে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। এ পর্যন্ত শাকিব খান ছাড়া তিনি কোনো ছবিতে অভিনয় করেননি।