শাহীন সুমনের ওয়েব সিরিজ ‘মাফিয়া—লেটস প্লে’
প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছেন ঢালিউডের খ্যাতনামা পরিচালক শাহীন সুমন। ‘মাফিয়া—লেটস প্লে’ শিরোনামের এ ওয়েব সিরিজের শুট আজ থেকে শুরু হয়েছে। এতে অভিনয় করছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসানসহ নাটক ও চলচ্চিত্রের শিল্পীরা।
আজ বুধবার (১২ আগস্ট) নারায়ণগঞ্জে ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছে। আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্পে ১৫০ পর্বে এটি নির্মাণ হবে।
শাহীন সুমন এনটিভি অনলাইনকে বলেন, ‘একসময় চলচ্চিত্রই ছিল মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। বর্তমানে বিশ্বে ওয়েব সিরিজের চাহিদা বেড়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’
মানুষ এখন আর আগের মতো সিনেমা হলে যাচ্ছে না। আবার করোনাকে কেন্দ্র করে সিনেমা হলও বন্ধ রয়েছে। তুলনামূলকভাবে কমেছে চলচ্চিত্র নির্মাণ। তবে ওয়েব সিরিজ ও চলচ্চিত্র একই ঘরানার বলে মনে করেন এই নির্মাতা।
শাহীন সুমন বলেন, ‘ওয়েব সিরিজ কিন্তু নাটক নয়। এখানে চলচ্চিত্রের মতোই মানসম্পন্ন কাজ উপহার দিতে হবে। বিশ্বের আলোচিত ওয়েব সিরিজের মানের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও নির্মাণ করতে হবে নতুন নতুন সিরিজ। তবেই আমাদের নতুন আরেক বাজার তৈরি হবে। বিদেশি সিরিজের পাশাপাশি আমাদের সিরিজগুলোও দর্শক দেখবেন।’
‘মাফিয়া—লেটস প্লে’ সিরিজে জাহিদ হাসান ‘ননী ভাই’ চরিত্রে অভিনয় করবেন, পর্দায় যাঁকে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে দেখা যাবে। নাটকের পাশাপাশি চলচ্চিত্রের শিল্পীরাও এতে অভিনয় করবেন বলে জানিয়েছেন শাহীন সুমন।
নির্মাতা বলেন, ‘যেহেতু আমার এর আগে নাটক নির্মাণ করা হয়নি, তাই জাহিদ হাসানের সঙ্গেও কাজ করা হয়নি। কারণ আমি সব সময় চলচ্চিত্র শিল্পীদের নিয়ে নির্মাণ করেছি। প্রথমবার তাঁর সঙ্গে কাজ করা হচ্ছে। তিনি সিরিজটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করবেন। তাঁর মতো শক্তিমান অভিনেতাকে পেয়ে আমরা আনন্দিত। এ ছাড়া চলচ্চিত্রের শিল্পীরা এতে কাজ করছেন।’
শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। এটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ভয়েস টিভি ও অ্যাপে।
শাহীন সুমনের নিজের গল্পে ‘মাফিয়া—লেটস প্লে’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। নারায়ণগঞ্জের পর ঢাকা ও কক্সবাজারে সিরিজটির শুট হওয়ার কথা রয়েছে।