শিরোনামহীনের গান আর গাইতে পারবেন না তুহিন
‘শিরোনামহীন’ ব্যান্ডের গান আর গাইতে পারবেন না দলটির সাবেক ভোকাল তানযীর তুহিন। শিরোনামহীন থেকে বের হওয়ার পর নিজে গড়েন ব্যান্ডদল ‘আভাস’। তবে বিভিন্ন স্টেজ শোতে নিয়মিতই পারফর্ম করে যাচ্ছিলেন শিরোনামহীনের গান। গেল বছর শিরোনামহীনের গান গাইতে তুহিনকে নিষেধাজ্ঞা দেয় কপিরাইট বোর্ড। এরপর দেওয়ানি আদালতও তুহিনকে একই নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এবার হাইকোর্টও সেই আদেশ বলবৎ রেখেছেন।
গত সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে শিরোনামহীনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ‘আভাস’ ব্যান্ডের পক্ষে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান।
এ বিষয়ে ব্যারিস্টার ওলোরা আফরিন এনটিভি অনলাইনকে জানান, গত সোমাবার হাইকোর্ট থেকে আদেশ জারি হয়েছে যে শিরোনামহীনের গান আর গাইতে পারবেন না তুহিন ও তাঁর ব্যান্ড আভাস। কপিরাইট বোর্ড ও দেওয়ানি আদালতও তুহিনকে শিরোনামহীনের গান গাইতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন এর আগে। সেই আদেশটিই বহাল রেখেছেন হাইকোর্ট। তবে যদি তিনি শিরোনামহীনের কোনো গান গাইতে চান, তবে দলটিকে রয়্যালটি দিতে হবে। অন্যথায় উনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে।
গত বছরের মার্চ মাসে দায়ের করা ‘শিরোনামহীন ব্যান্ড বনাম আভাস ব্যান্ড মিউজিক’ নামের মামলায় এ আদেশ আসে হাইকোর্ট থেকে।
দেখুন ভিডিওতে :
এ প্রসঙ্গে মামলার বাদী শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান বলেন, ‘কপিরাইট বোর্ডের রায় পাওয়ার পর আমরা ভেবেছিলাম তুহিন আইনের প্রতি সম্মান প্রদর্শন করবেন। সেজন্য আমরা চুপচাপ ছিলাম। কিন্তু এরপরও বিভিন্ন স্টেজ শোতে তিনি আমাদের গান গেয়েছেন। ফলে বাধ্য হয়েই গত বছরের মার্চ মাসে আমরা আদালতের দ্বারস্থ হই। এখানেও রায় আমাদের পক্ষে যায়। আবার এই বিষয় নিয়ে হাইকোর্টেও একই আদেশ জারি করা হয়েছে। আমরা আশা করব, তুহিন আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।’
প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবর মাসে শিরোনামহীন ব্যান্ড থেকে বের হয়ে যান দলটির ভোকাল তানযীর তুহিন। সে সময় তাঁর এই সিদ্ধান্ত অবাক করে দেশের ব্যান্ড সংগীতের শ্রোতাদের। পরবর্তী সময়ে শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বেশ সমালোচিতও হন এই রক গায়ক। এরপর ২০১৮ সালে ‘আভাস’ নামে একটি ব্যান্ড গড়েন তুহিন।