শুধু গাইতে নয়, বড় মাছও ধরতে জানেন আগুন!
এখন তো সময়, ভালোবাসার/এ দুটি হৃদয় কাছে আসার—এমন আদুরে কথায় বসানো সুরে যাঁর কণ্ঠ মোহিত করেছিল কোটি শ্রোতাকে, তাঁর নাম নিশ্চয়ই বলে দিতে হবে না। ঠিকই ধরেছেন, তিনি আগুন। শুধু কণ্ঠই নয়, অভিনয়ের জাদুও ছড়িয়েছেন। কিন্তু জানেন কি, বড়শি হাতেও দারুণ দক্ষ আগুন?
হ্যাঁ, মাছ ধরায়ও দক্ষতা আছে কণ্ঠশিল্পী আগুনের। আর তা সবার সামনে করেও দেখিয়েছেন। আগুন জানিয়েছেন, আজ থেকে ১৫-১৬ বছর আগে পাঁচ কেজি ওজনের রুই মাছ ধরেছিলেন তিনি। আজ একেবারে আক্ষরিক অর্থেই আগুনের মাছ ধরার দৃশ্য দেখবেন দর্শক। কীভাবে? তাহলে পড়ুন পুরোটা।
তারকাদের বিচিত্র সব শখ থাকে। কেউ অবসরে মাছ ধরেন, কেউ বাগান করেন। কেউ ছুটি মিললেই রওনা দেন দূর-দূরান্তে। আবার কুকুর-বিড়ালসহ নানা প্রাণী পোষার শখও রয়েছে অনেকের। বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের অবসর-বিনোদন বা প্রিয় শখ কী, সেসবের বিস্তারিত নিয়েই এনটিভির নতুন আয়োজন ‘প্রিয় শখ’। থাকবেন শোবিজ থেকে রাজনৈতিক অঙ্গনের মানুষও।
বাংলাদেশের প্রথম এই সেলিব্রেটি টক, ফান অ্যান্ড ফিশিং শো ‘প্রিয় শখ’-এর শুরুর ২৬টি পর্ব হবে ফিশিং নিয়ে। এরই মধ্যে বেশ কয়েকটি পর্বের শুটও শেষ হয়েছে। শোর নির্মাতা হুমায়ূন ফরিদ, সঞ্চালক তাহমিনা অথৈ। আজ শনিবার রাত ৮টা ৫০ মিনিটে সম্প্রচারিত হবে এই শোর তৃতীয় পর্ব। আজ কণ্ঠশিল্পী আগুনের মাছ ধরার দৃশ্য দেখবেন তাঁর অনুরাগীরা। প্রথম ও দ্বিতীয় পর্বে চিত্রনায়ক রিয়াজ ও সায়মন সাদিকের মাছ ধরার দৃশ্য দেখেছিলেন দর্শক। ওই পর্ব দুটো ব্যাপক সাড়া ফেলেছিল।
এই শো প্রসঙ্গে এনটিভি অনলাইনকে আগুন বলেন, “আমার প্রিয় চ্যানেল এনটিভিতে প্রোগ্রামটি যাচ্ছে। প্রিয় ছোট ভাই, নির্মাতা হুমায়ূন ফরিদের সঙ্গে আমি এর আগেও বেশ কয়েকটি প্রোগ্রাম করেছি। সেগুলো ছিল স্টুডিও-বেজড। এবার আউটডোরে, দিয়াবাড়ির মনোরম লোকেশনে ‘প্রিয় শখ’ প্রোগ্রামটি করলাম। এনটিভি আয়োজনের দিক থেকে কোনো কার্পণ্য করেনি। তারা বেটার ভিজ্যুয়ালের জন্য ড্রোন পর্যন্ত ব্যবহার করেছে। ক্যামেরার পেছনের লোকগুলোও ছিল অসাধারণ। আমি ভীষণ হ্যাপি। ‘প্রিয় শখ’ প্রোগ্রামটি অনেকদিন আমার মনে প্রিয়তম প্রোগ্রাম হয়ে থাকবে।”
দেখুন প্রিয় শখের প্রোমো :
এই পর্ব প্রসঙ্গে নির্মাতা হুমায়ূন ফরিদ বলেন, “আগুন ভাই আর আমি—আমরা দুজনেই মানিকগঞ্জের ছেলে। বহুদিনের পরিচয় আমাদের। তাঁর সঙ্গে আগেও অনেক কাজ করেছি। এবার ‘প্রিয় শখ’ করলাম। বরাবরের মতো এই পর্বের ভিজ্যুয়ালটাও অসাধারণ হয়েছে। আমাদের টিভি দর্শকদের এক নতুন ধরনের অভিজ্ঞতা হবে প্রোগ্রামটি দেখলে।”
ফরিদ আরো বলেন, ‘পৃথিবীতে ফিশিং শো অনেক হয়েছে, ভবিষ্যতেও হবে। মাছ চাষ বা জেলেদের মাছ ধরা নিয়ে কিছু প্রামাণ্যচিত্র আমাদের দেশেও নির্মাণ করা হয়েছে, কিন্তু ধারাবাহিকভাবে সেলিব্রেটিদের নিয়ে টক, ফান অ্যান্ড ফিশিং শো বাংলাদেশে এর আগে হয়নি। এই আয়োজন এবারই প্রথম।’
আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে এনটিভিতে ‘প্রিয় শখ’ সম্প্রচার হবে। চতুর্থ পর্বে দর্শক দেখতে পাবেন অভিনেত্রী মৌসুমী হামিদের মাছ ধরার অভিজ্ঞতা, শুনতে পাবেন নানা মজার গল্প।