শুভ জন্মদিন মোস্তফা কামাল রাজ
দেশের জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি প্রশংসিত। বর্তমানে তাঁর নির্মিত এনটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আজকের এই দিনে (১০ আগস্ট) নরসিংদী জেলার রায়পুরা থানায় জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ দিনে অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন রাজ।
জন্মদিনে বিশেষ কোনো আয়োজন না থাকলেও রাজের সহকর্মী ও বন্ধুরা গতকাল রাত ১২টায় তাঁর বাসায় কেক নিয়ে হাজির হন। গভীর রাত পর্যন্ত রাজের বাসায় চলে আড্ডা। রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। কাছের মানুষেরা ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। তবু মন ভালো নেই রাজের!
আজ দুপুরে এনটিভি অনলাইনকে রাজ বলেন, ‘প্রতি বছরের মতো আরো একটি বছর জীবন থেকে চলে গেল। এটা মনে এলেই মনটা খারাপ হয়ে যায়। তবে করোনা আমাদের শিখিয়ে গেল অনেক কিছুই।’
গভীর রাত পর্যন্ত আড্ডা, তাই ঘুম থেকে উঠতে আজ একটু বেলা হয়ে যায় রাজের। নাশতা করেই কাজের টেবিলে, কারণ করোনার কারণে বন্ধ থাকার পর আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের প্রচার। চলছে শুটিং। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি চলছে নাটকের প্রি-প্রডাকশনের কাজ।
এ নিয়ে রাজ বলেন, ‘এটাও আমার জীবনে অনেক বড় পাওয়া। জন্মদিনে নিজের পছন্দের একটি নাটকের কাজ করছি। পরের দিন যেটির প্রচার। আশা করি, আগামী পর্বগুলো আরো সুন্দর ও আরো আকর্ষণীয় হবে।’
নাটক নির্মাণের পাশাপাশি রাজ ‘প্রজাপতি’ চলচ্চিত্র নির্মাণ করেন ২০১১ সালে। একই বছরের ৭ নভেম্বর ছবিটি মুক্তি পায়। এ চলচ্চিত্রে অভিনয় করেন মৌসুমী, জাহিদ হাসান, মোশাররফ করিম প্রমুখ।
রাজের প্রথম চলচ্চিত্র তিন ক্যাটাগরিতে পায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার এবং শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ছবিটি।
পরে রাজ আরো নির্মাণ করেন ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’, ‘যদি একদিন’সহ মোট পাঁচটি চলচ্চিত্র। এ ছাড়া অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।