শ্রদ্ধার জর্জেট শাড়ির দাম ৭১ হাজার টাকা
বলিউড তারকা শ্রদ্ধা কাপুর পশ্চিমা বা ভারতীয় যে পোশাকই পরেন না কেন, তাতেই ঝলক দেখান। সম্প্রতি এই অভিনেত্রী চাচাতো ভাই প্রিয়াঙ্ক শর্মার বাগদানের সময় অ্যামব্রয়ডারিযুক্ত স্লিভলেস ব্লাউজসহ ক্যামেল টুইগ প্রিন্ট জর্জেট শাড়ি পরেছিলেন। এটি ডিজাইন করেছেন অর্পিতা মেহতা।
অন্তর্জালে সেই ছবি প্রকাশের পর এতে মুগ্ধ হয়েছেন দর্শক। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, শ্রদ্ধার জর্জেট শাড়ির দাম ৬২ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ হাজার টাকা।
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, পদ্মিনী কোলাপুরির পুত্র প্রিয়াঙ্ক শর্মার এই বাগদান হয়েছিল ২৩ ডিসেম্বর। সেখানে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন শ্রদ্ধা।
শ্রদ্ধা কাপুরকে শেষবার সাজিদ নদিয়াদওয়ালার ‘বাঘি থ্রি’ সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে দেখা গিয়েছিল। আগামীতে এই অভিনেত্রীকে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে ‘নাগিন’ সিনেমায়।