সস্ত্রীক এনটিভিতে মোশাররফ করিম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/01/19/mosharaf_karim.jpg)
এনটিভির প্রধান কার্যালয়ে সস্ত্রীক মোশাররফ করিম। ছবি : সাইফুল সুমন
খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম গতকাল বুধবার দুপুরে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় অভিনেতার সঙ্গে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই।
আসন্ন ঈদুল ফিতরের জন্য একক নাটক ও টেলিফিল্মে অভিনয়ের জন্য এনটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হন মোশাররফ করিম। আগামী দিনে আরও কিছু চমক নিয়ে এনটিভিতে আসছেন এই অভিনেতা।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/01/19/in.jpg)
মোশাররফ করিম জানিয়েছেন, এনটিভি এখনো জনপ্রিয়তার শীর্ষে। নাটক নির্বাচনে এনটিভি এখনো সেরা। এনটিভির নাটক এখনো সেই মান ধরে রেখেছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/01/19/3.jpg)
অনুষ্ঠান শেষে মোশাররফ করিম এনটিভির বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে দেখা করেন ও কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।