সস্ত্রীক করোনামুক্ত সোহানুর রহমান সোহান
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান সস্ত্রীক করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। আজ সোমবার তাঁদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এত দিন তাঁরা নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। করোনামুক্ত হলেও শারীরিকভাবে অসুস্থ এ গুণী নির্মাতা। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এনটিভি অনলাইনকে সোহানুর রহমান সোহান বলেন, ‘সবার দোয়া ও আল্লাহর অশেষ মেহেরবানি, আজ আমাদের দুজনেরই করোনার ফল নেগেটিভ এসেছে। খবরটা পাওয়ার পর মানসিক শান্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবারও যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’
করোনামুক্ত হলেও শারীরিকভাবে খুব একটা ভালো নেই সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘শরীর প্রচণ্ড দুর্বল। বিছানা থেকে উঠতে পারি না। মাথা তুলতে পারি না। উঠে দাঁড়ালেও ভারসাম্য রাখতে পারছি না। মনে হচ্ছে, পেছন থেকে কেউ যেন টেনে ধরে রেখেছে। চোখে উঁচুনিচু দেখি। ঠিকমতো পা ফেলতে পারি না। সবমিলিয়ে খুব একটা ভালো নেই শরীর। তবে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আরো আটটি ইনজেকশন বাকি আছে। ডাক্তার বলেছে, আরো সাত দিন আমাকে বেড রেস্টে থাকতে হবে। সবার দোয়া ও আল্লাহর অশেষ মেহেরবানিতে করোনা নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ।’
এর আগে বেশ কিছু দিন ধরে শারীরিকভাবে দুর্বল ছিলেন সোহানুর রহমান সোহান। কোনো গন্ধ পেতেন না, খাবারের স্বাদও পেতেন না। পরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করান। গত ৭ আগস্ট রাতে এ দম্পতির করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
সালমান শাহ, মৌসুমী, শাকিব খানের মতো অনেক শিল্পী এই গুণী নির্মাতার হাতে গড়া। নির্মাণ করেছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অনন্ত ভালোবাসা’র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্র।
সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুবার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমান কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্বরত। শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রজীবন শুরু করেন তিনি।