সুযোগ দেওয়ার জন্য সালমানকে ধন্যবাদ : জারিন খান
এক দশক হয়ে গেল জারিন খান বলিউডে প্রবেশ করেছেন। সুপারস্টার সালমান খানের হাত ধরে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক তাঁর। যদিও এ ছবি দর্শকের মনের খোরাক জোগাতে ব্যর্থ হয়, তবু সে সময় এ তরুণীর জন্য বহু সম্ভাবনার দ্বার খুলে যায়। আর তাই সালমানের প্রতি কৃতজ্ঞতা জানাতে কখনোই ভোলেন না এ সুন্দরী।
নানা উত্থান-পতনের মধ্য দিয়ে বলিউডে এক দশক পূর্ণ করতে পেরে উচ্ছ্বসিত জারিন খান। বলেন, ‘এটা অনেকটা রোলারকোস্টারে চড়ার মতো। আমি এমন মানুষ, যে কখনোই এই ইন্ডাস্ট্রির অংশ হতে পারব বলে ভাবিনি। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সালমানকে ধন্যবাদ জানাই। তিনি না থাকলে কখনোই ভাবতে পারতাম না আমি চলচ্চিত্র দুনিয়ার একজন হতে পারব।’
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জারিন বলেন, ‘চলচ্চিত্রে প্রবেশের সময় আমাকে সংগ্রাম করতে হয়নি। তবে প্রকৃত সংগ্রাম শুরু হয় চলচ্চিত্রে ঢোকার পর। আমার কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না, তাই কীভাবে ইন্ডাস্ট্রি চলে, তা বুঝতে সময় লেগেছিল। আমি বলছি না ১০ বছর পার হওয়ার কথা, কিন্তু এটা একটা অঙ্ক। সত্যি বলছি, এখনো আমি শিখছি। কিন্তু যখন এসেছিলাম তার তুলনায় এখন আমি খুব ভালো আছি।’
আসন্ন প্রকল্প সম্পর্কে জারিন খান জানান, বেশ কয়েকটি ছবি রয়েছে তাঁর হাতে। কিন্তু কোভিড-১৯-এর কারণে সব ছবির শুটিং স্থগিত রয়েছে।
জারিন বলেন, ‘এ মাসে আমার একটি পাঞ্জাবি ছবির শুট করার কথা ছিল। একটি হিন্দি ভৌতিক ছবির কাজও শুরু করেছিলাম এবং এমনকি একটি ডিজিটাল ছবির কাজ শুরু করেছিলাম। সবকিছুই এখন অনিশ্চিত হয়ে পড়েছে। আমি জানি না, কখন স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আরো অনেক দিন সময় লাগবে। বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রি, যেখানে বেশির ভাগ কাজই দলগত।’