সেই বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন মিমি
চিত্রনায়িকা-সাংসদ মানবিক মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে রাস্তায় পড়ে থাকা এক অসুস্থ বৃদ্ধের কথা জানার পর তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এবার হারিয়ে যাওয়া সেই বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন নায়িকা। তাঁর এই মানবিক কাজের প্রশংসা করছেন অন্তর্জালবাসী।
ভারতের সংবাদমাধ্যম জি নিউজের খবর, হারিয়ে যাওয়া সদস্যকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা পশ্চিমবঙ্গের রানাঘাটের গাঙনাপুরের শীল পরিবার। কলকাতা পুলিশ ও মিমি চক্রবর্তীকে ধন্যবাদ জানাতে কার্পণ্য করলেন না কুমোদ শীলের ভাইপো ও তাঁর নাতি সৌরভ শীল। মিমির সঙ্গে ভিডিও কলে কথাও বলেন কুমোদ শীলের ভাইপো।
গত ২২ আগস্ট কলকাতার শেক্সপীয়র সরণিতে এক অসুস্থ বৃদ্ধকে বেঞ্চের ওপর পড়ে থাকতে দেখেন আরাধনা চট্টোপাধ্যায় ও জয়দীপ সেন নামের দুই ব্যক্তি। তাঁরা দেখেন বৃদ্ধের পায়ে গ্যাংরিন। তাঁর পায়ে সংক্রমণ এতটাই বেশি যে উঠে দাঁড়ানোর ক্ষমতাও নেই। বৃদ্ধকে আরাধনা ও জয়দীপ খাবার ও পানি দেন। তাঁরা বুঝতে পারেন, এই বৃদ্ধের অবিলম্বে চিকিৎসা প্রয়োজন।
বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেন আরাধনা-জয়দীপ। করোনা পরিস্থিতির কারণে কোনো চিকিৎসকই বৃদ্ধকে সাহায্য করার জন্য সেখানে যাননি। অগত্যা কোনো উপায় না দেখে ফেসবুকে এ নিয়ে পোস্ট করেন আরাধনা ও জয়দীপ। তাঁদের সেই পোস্ট চোখে পড়তেই বৃদ্ধকে সাহায্যের জন্য এগিয়ে যান মিমি চক্রবর্তী।
কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই অসুস্থ বৃদ্ধকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন মিমি। শুধু ভর্তি করাই নয়, বৃদ্ধের খোঁজখবরও নেন। এ খবর নজরে আসে রানাঘাটের শীল পরিবারের। পরিবারের পক্ষ থেকে জানানো হয় ওই বৃদ্ধের নাম কুমোদ শীল। তিন মাস আগে পেনশনের অর্থ তুলতে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে তিনি নিরুদ্দেশ ছিলেন।
খবর পেয়ে কুমোদ শীলের ভাইপো মিমি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন। আর এরপর উদ্যোগ নিয়ে কুমোদ শীলকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করিয়ে দেন মিমি চক্রবর্তী।