সৈয়দ সালাউদ্দীন জাকীর টেলিছবিতে মৌসুমী মৌ
‘ঘুড্ডি’ চলচ্চিত্রখ্যাত বরেণ্য নির্মাতা সৈয়দ সালাউদ্দীন জাকী দীর্ঘদিন পর নির্মাণ করেছেন একটি টেলিছবি। টেলিছবির নাম ‘অগ্নিফসল’।
১৯৭১-এর মে-জুন মাস। একটি অবরুদ্ধ বাড়িতে আশ্রয় নিয়েছেন কয়েকজন মানুষ। একজন হিন্দু, একজন বৌদ্ধ ও একটি মুসলিম পরিবার। এখান থেকেই জন্ম নেবে অগ্নিফসল। এ টেলিছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন উপস্থাপক মৌসুমী মৌ। টেলিছবিতে মূল ভূমিকায় এটাই মৌসুমী মৌয়ের প্রথম অভিনয়।
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে মৌসুমী মৌ বলেন, ‘আমি মূলত উপস্থাপক। এর আগে অভিনয়ের অনেক প্রস্তাব পেলেও নানা কারণে করা হয়নি। কিন্তু সৈয়দ সালাউদ্দীন জাকী স্যারের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পেয়ে একবাক্যে হ্যাঁ করে দিই। তাঁর মতো একজন মানুষের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো। কেমন করেছি জানি না, তবে আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি।
মৌসুমী মৌ বর্তমানে এনটিভি, একুশে টিভি, নাগরিক টিভি, এসএ টিভি, এশিয়ান টিভি, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত উপস্থাপনা করছেন। প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং থেকে প্রশিক্ষণ নিয়েছেন। যুক্ত আছেন মূকাভিনয়ের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সঙ্গে। দেশের বাইরেও মূকাভিনয় করেছেন। ২০১৬ সালে ভারতের দিল্লিতে আন্তর্জাতিক মূকাভিনয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় দলের সদস্য ছিলেন। ২০১৮ সালে চীনে মূকাভিনয় প্রদর্শন করেছেন। মৌসুমী মৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ’ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কাজ করেছেন বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে।
‘অগ্নিফসল’ টেলিছবিতে একটি ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে নন্দিত অভিনেতা আফজাল হোসেনকে।
এ টেলিছবিতে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে মৌসুমী মৌ বলেন, ‘এ টেলিছবি করতে গিয়ে জাকী স্যার ও আফজাল স্যার এ দুজন জীবন্ত কিংবদন্তির সান্নিধ্য পেয়েছি। আফজাল স্যার আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন। পুরোটা সময় দিকনির্দেশনা দিয়েছেন কীভাবে কী করব। আর জাকী স্যারের কথা বলে শেষ করা যাবে না। তাঁর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তিনি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছেন। তাঁর পরিচালনায় অভিনয় করা আমার জীবনের অনেক বড় অর্জন।’
টেলিছবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, ফারহানা মিঠু, তৌফিকুল ইসলাম ইমন, পৌশাল প্রমুখ।
লাকী আখান্দের সুর ও সৈয়দ সালাউদ্দীন জাকীর লেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘ওই চেয়ে দেখ পূর্বাকাশ ফিকে হলো’ গানটি এ টেলিছবিতে ব্যবহার করা হয়েছে।
টেলিছবিটি নির্মাণ হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন আজ বিকেল সাড়ে ৪টায় টেলিছবিটি চ্যানেল আইয়ে প্রচার হবে।