স্ত্রীর কান্না আর মেয়ের অনুরোধে সিনেমা ছাড়েননি আমির
করোনাকালে সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউড সুপারস্টার আমির খান। শুধু নিজের পরিবারকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। পরিকল্পনা ছিল ‘লাল সিংহ চাড্ডা’ হবে ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে তাঁর শেষ কাজ।
তবে সাবেক স্ত্রী কিরণ রাও ও মেয়ে ইরা খান আমিরের এই সিদ্ধান্তে একমত না হওয়ায় সিদ্ধান্তে পরিবর্তন আনেন সুপারস্টার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এবিপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন আমির খান।
হিন্দিতে দেওয়া সেই অনুষ্ঠানে আমির খান জানিয়েছেন, ‘আমি তো সিনেমা ছেড়ে দিয়েছিলাম। যদিও সেটা কেউ জানে না। আমি এই প্রথম এটা নিয়ে কথা বলতে চলেছি। আমি আমার পরিবারকে বলে দিয়েছিলাম এরপর থেকে আমি আর সিনেমায় কাজ করতে চাই না। আমি এরপর থেকে শুধু তোমাদের সাথে সময় কাটাব। কিরণ আর ওর মা-বাব, রিনা আর ওর মা-বাবা, আমার বাচ্চারা, আমার পরিবার ওখানে ছিল। আমি বুঝতে পেরেছিলাম আমার বলাটা একটু রাগের বহিঃপ্রকাশ হয়ে গিয়েছিল। আমার পুরো পরিবার অবাক হয়ে গিয়েছিল এমন একটা কথা আমি ওদের এভাবে বলছি। তখন আমার সাথে কেউ এটা নিয়ে তর্ক করেনি। তারপর ভাবলাম, আমার এখন উচিত সবাইকে ব্যাপারটা জানিয়ে দেওয়া। তারপর ভাবলাম এখন বললে সবাই ভাববে আমি লাল সিং চাড্ডার প্রোমোশনের জন্য এমন নাটক করছি...।’
সেই গল্পে আমির খান যুক্ত করেছেন, ‘এভাবেই তিন মাস কেটে যায়। এরপর একদিন আমার বাচ্চারা আমায় বলে, তুমি একজন দারুণ মানুষ। তুমি এটা ঠিক করছ না। তোমাকে দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। আমি মনে মনে সিনেমা ছেড়ে দিয়েছিলাম। কিরণ তো কেঁদে ফেলেছিল। বলেছিল—আমি যখন তোমাকে দেখি, আমি দেখি ছবিরা তোমার মধ্যে ঘর করেছে। তুমি কী বলছ, আমি সত্যি বুঝতে পারছি না।’
‘লাল সিং চাড্ডা’ ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি সংস্করণ। এটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। এতে আরও অভিনয় করছেন কারিনা কাপুর খান ও মোনা সিং। আগামী ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।