হট প্যান্ট পরে আয়নার সামনে দঙ্গলকন্যার উদ্দাম নাচ (ভিডিও)
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/27/sanya-malhotra.jpg)
বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রার খ্যাতি এখন বাড়বাড়ন্ত। অভিনয়ে, নাচে ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রাখার অধ্যায় খুব সহজে যে শেষ হচ্ছে না, তা হলফ করেই বলা যায়। আর এই কথাকে আরো বেশি বিশ্বাসযোগ্য করতে কি না কে জানে, সানিয়ার নাচের নতুন ভিডিও দেখে কুপোকাত নেট-জনতা।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ইন্টারনেট ব্যবহারকারীদের আরেক দফা উচ্ছ্বাসে মাতিয়েছেন সানিয়া। এই দফায় তিনি নেচেছেন বার্না বয়ের গান ‘দ্য লো বয়’-এর সঙ্গে। পরেছিলেন কালো অন্তর্বাসের ওপর জর্জেট টপস ও হট প্যান্ট। আয়নার সামনে দাঁড়িয়ে নাচেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গতকাল ২৬ জানুয়ারি, রোববার প্রকাশ্যে আসে ভিডিওটি। এরই মধ্যে দুই লাখের বেশিবার দেখা হয়েছে এটি। দুর্দান্ত নাচের জন্য নেটিজেনের প্রশংসাও পাচ্ছেন তিনি। তবে সানিয়ার নাচ দেখে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কমেডিয়ান ও অভিনেতা সুনীল গ্রোভার। তিনি বিদ্রুপ করে লেখেন, ‘আয়নার সামনে যে কেউ এই কাজ করতে পারবে।’
অবশ্য ‘দঙ্গল’ ছবির সহকর্মী ফাতিমা সানা শেখের প্রশংসা পেয়েছেন সানিয়া। মন্তব্যের ঘরে ফাতিমা লেখেন, ‘তুমি খুব সুন্দর নেচেছো।’ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন বলিউড সুপারস্টার আমির খানের স্ত্রী কিরণ রাও। সানিয়ার নাচের প্রশংসা করেছেন অভিনেত্রী মিথিলা পালকার, রোহিত সরাফ, গায়িকা জোনিতা গান্ধী।
সানিয়া বর্তমানে ‘পাগলাইত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি রচনা ও পরিচালনায় রয়েছেন উমেশ বিস্ট। এর সহপ্রযোজক হিসেবে রয়েছেন একতা কাপুর ও গুনিত মঙ্গা।
সানিয়াকে আগামীতে অনুপমা ব্যানার্জির ছবি ‘শকুন্তলা দেবী’-তে অভিনয় করতে দেখা যাবে। এতে আরো অভিনয় করবেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এ ছাড়া অনুরাগ বসু পরিচালিত লুডো-তে বড়পর্দায় হাজির হবেন তিনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর। ‘লুডো’ মুক্তি পাবে ২৪ এপ্রিল।