হিমালয়েও এক বৃদ্ধ চিনে ফেলেছিলেন টাইটানিকের রোজকে
ডুবে যাওয়া জাহাজ টাইটানিকের অনবদ্য উপাখ্যান নিয়ে ১৯৯৭ সালে মুক্তি পায় সাড়া জাগানো চলচ্চিত্র ‘টাইটানিক’। চলচ্চিত্রটিকে অনেকেই নির্দ্বিধায় অন্যতম প্রিয় ছবির তালিকায় উপরের দিকেই রাখেন। ‘টাইটানিক’ যতটা নিবিড় ও সংগোপনে দাগ কেটে গেঁথে রয়েছে হৃদয়ে, তাতে একে ইতিহাসের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে আখ্যা দেন অনেকেই। আর এতে হলিউড তারকা কেট উইন্সলেটের মুগ্ধকর অভিনয় দেখে চোখ জুড়িয়েছে দর্শকের।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে কেটের জুটি লুফে নিয়েছিল সবাই। ছবিটি কতটা সাড়া ফেলেছিল, তার প্রমাণ পাওয়া গেল কেটের স্মৃতিচারণায়। কেটের ভারত সফরকালে হিমালয়ে একজন বৃদ্ধ তাঁকে ‘টাইটানিকের রোজ’ হিসেবে চিনে ফেলেন।
“‘টাইটানিক’ তখন সবখানে। এর মুক্তির কয়েক বছর পর আমি ভারতে যাই। হিমালয়ের পাদদেশে অবস্থিত ছোট পাহাড় ধরে হাঁটছিলাম। এ সময় আমার সঙ্গে ব্যাকপ্যাক ছিল। তখন একজন ব্যক্তি লাঠিতে ভর দিয়ে আমার দিকে এগিয়ে এলেন। তাঁর বয়স ৮৫ বছর হবে এবং তাঁর এক চোখ অন্ধ ছিল। তিনি আমার দিকে তাকালেন। বললেন ‘তুমি... টাইটানিক’। আমি বললাম হ্যাঁ এবং তিনি তাঁর হাত নিজের বুকে রেখে বললেন, ধন্যবাদ। আমি কেঁদে ফেললাম। ছবিটি মানুষকে কতটা দিয়েছে, এই ঘটনা আমাকে তা বুঝতে সাহায্য করেছে,’’ ক্যান্ডিস সাময়িকীকে বলেন কেট।
কেট আরো জানান, জেমস ক্যামেরুন পরিচালিত ছবিতে কাজ করতে পেরে তিনি গর্বিত, কিন্তু ছবিটির বিরাট সাফল্য তাঁকে অস্বস্তিতে ফেলেছিল।
‘আমি কিছুটা সাধারণ জীবনযাপন করছিলাম, এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সব কিছুই আচমকা ঘটে গেল। জনসাধারণ আমার দিকে তাকাচ্ছিল, আমাকে নিয়ে কথা বলছিল। আমি আমার ব্যাপারে তাঁদের কথা পড়তে বা শুনতে পারছিলাম, সেগুলো ছিল সত্য। আমি কেবলই একজন মানুষ এবং সেগুলো আমাকে কষ্ট দিচ্ছিল,’ বলেন কেট।