১৯০ দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা!

জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তামিল সুপারস্টার ধানুশের আলোচিত ‘জগমে ঠান্ডিরাম’ সিনেমা। এটি চলতি বছরের প্রথম তামিল সিনেমা, যেটি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে; সিনেমাটি একযোগে উপভোগ করতে পারবেন ১৯০ দেশের ২০৪ মিলিয়ন দর্শক। তবে সিনেমাটি ঠিক কবে মুক্তি পাচ্ছে, সে তথ্য জানায়নি স্ট্রিমিং জায়ান্টটি।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর খবর, এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিচালক কার্তিক সুব্বরাজ বলেছেন, “সিনেমাটি আমার স্বপ্নের। আমার হৃদয়ের কাছাকাছি একটি চিত্রনাট্য। এমন একটি গল্প, যা বলা দরকার এবং বিশ্বজুড়ে দর্শকের শোনা দরকার। সিনেমাটি দর্শকের সঙ্গে কথা বলার একটি নতুন উপায় খুঁজে পাবে। নেটফ্লিক্সে ১৯০টিরও বেশি দেশে এবং একসঙ্গে একাধিক ভাষায় ‘জগমে ঠান্ডিরাম’-এর প্রিমিয়ার হবে। এই চাতুর্যপূর্ণ বিশ্বে সিনেমাটি ভাগাভাগি করার জন্য আমি মুখিয়ে আছি।”
রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ও ওয়াইএনওটি স্টুডিওর ব্যানারে নির্মিত এই সিনেমায় ধানুশ ছাড়াও অভিনয় করেছেন ঐশ্বরিয়া লেক্ষ্মি, ‘গেম অব থ্রোনস’ অভিনেতা জেমস কসমো, জোজু জর্জ, কালাইয়ারসনসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণ।