২ মাস আগে ফের বিয়ে করেছেন শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি : ইনস্টাগ্রাম থেকে
চলতি বছরের ভালোবাসা দিবসে নতুন প্রেমের আভাস দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এবার জানা গেল, সেই প্রেমিকেই দুই মাস আগে বিয়ে করেছেন অভিনেত্রী।
ঘটনার সূত্রপাত, ইনস্টাগ্রাম স্টোরিতে ফুপুর বাসার পারিবারিক এক আয়োজনের ছবি শেয়ার করেছেন ফারিয়া। সেই ছবিতে বিয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
এরপর গণমাধ্যমকে শবনম ফারিয়ার বিয়ের খবর নিশ্চিত করে তাঁর ফুপু জেসমিন সুলতানা জানিয়েছেন, পারিবারিকভাবে ছোট আয়োজনে করে দুই মাস আগে বিয়ে হয়েছে ফারিয়ার। তবে এখনও শ্বশুরবাড়িতে থাকছেন না।

নীল পাঞ্জাবি পড়া ব্যক্তিটি শবনম ফারিয়ার স্বামী। ছবি: ইনস্টাগ্রাম থেকে
জানা গেছে, শবনম ফারিয়ার নতুন স্বামীর নাম জাহিন রহমান; তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
যদিও এ প্রসঙ্গে মন্তব্য জানতে শবনম ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর সাড়া মেলেনি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। সেই সংসার টিকেছিল ১ বছর ৯ মাস।