৩৫ বছর পর বিটিভিতে ফের ‘এইসব দিনরাত্রি’
মহামারি করোনাভাইরাসের কারণে পুরো দেশ লকডাউনে। যে কারণে শুটিং, এডিটিং সবই বন্ধ। করোনাকালে নতুন কনটেন্ট (আধেয়) নিয়ে সংকটে পড়েছে টেলিভিশন চ্যানেলগুলো। পুরোনো দিনের জনপ্রিয় নাটকগুলো প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিভিশন।
আজ সোমবার থেকে প্রচার হতে যাচ্ছে আশির দশকের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’। রাত ৯টায় বিটিভিতে নাটকটির প্রথম পর্ব প্রচার হবে। দীর্ঘ ৩৫ বছর পর নাটকটি পুনঃপ্রচার হচ্ছে।
‘এইসব দিনরাত্রি’ রচনা করেছেন নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ। এটি প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান। বিটিভির অন্যতম প্রশংসিত এ ধারাবাহিক এতটাই জনপ্রিয় ছিল যে এটা চলাকালে ঢাকার ব্যস্ত রাস্তা ফাঁকা হয়ে যেত।
রাজধানীতে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প উঠে এসেছে এই নাটকে। তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না সবই নিপুণভাবে ফুটে উঠেছে। নাটকটি বিটিভির প্রযোজক মাহফুজা ফেরদৌস তত্ত্বাবধানে এবার প্রচারিত হবে। তিনি জানান, ধারাবাহিকটির গল্প এখনো মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধিত্ব করে। ৩৫ বছর আগে প্রচার হলেও এটি এখনো মানুষ মনে রেখেছেন। এ জন্য করোনার এই সংকটকালে এটি প্রচারের উদ্যোগ নিয়েছে বিটিভি।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—বুলবুল আহমেদ, খালেদ খান, নায়ার সুলতানা লোপা, কাজী মেহফুজুল হক, আবুল খায়ের, শিল্পী সরকার অপু, ইনামুল হক, ডলি জহুর, লুৎফুন নাহার লতা, আসাদুজ্জামান নূর, দিলারা জামান, মাসুদ আলী খান।