৪২ বছরে পা রাখলেন হাবিব ওয়াহিদ
জনপ্রিয় সুরকার, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ ৪২ বছরে পা রেখেছেন আজ। ১৯৭৯ সালের আজকের দিনে (১৫ অক্টোবর) ঢাকায় জন্মগ্রহণ করেন বাংলা লোকগীতির ফিউশনের সঙ্গে টেকনো ও শহুরে বিটের সমন্বয়ের জন্য ব্যাপক জনপ্রিয় পাওয়া এই গায়ক।
জানা গেছে, করোনার জন্য এবারের জন্মদিনে কোনো আয়োজন নেই এই সংগীত তারকার। জন্মদিনে সময় কাটাবেন বাবা-মা ও সন্তানের সঙ্গে।
২০০৩ সালে লন্ডনে ছাত্রাবস্থায় প্রথম লোকসংগীতের রিমিক্স অ্যালবাম ‘কৃষ্ণ’ প্রকাশ করেন হাবিব। তবে ২০০৪ সালে ‘মায়া’ অ্যালবামে হাবিব নতুন আশার সঞ্চার ঘটিয়েছিলেন। ভিন্ন ধারার কথা ও সুরের গান নিয়ে তিনি রাতারাতি জনপ্রিয়তা পান। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাঁকে, সুরের জাদুতে মুগ্ধ করে চলেছেন। ২০১১ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ব্যক্তিজীবনে হাবিব ওয়াহিদ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে।