১০টা না করে একটা ভালো কাজ করতে চাই : বৃষ্টি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/01/photo-1433163785.jpg)
মিডিয়ায় অনেকটা হুট করেই আসা। শুরুটাও বেশি দিন আগে নয়, মাত্র ছয় মাস। এরই মধ্যে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন বৃষ্টি ইসলাম। এয়ারটেল, স্যামসাং, রবি, আপন জুয়েলার্সসহ অনেকগুলো পণ্যের মডেল হয়েছেন। কাজ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজার মতো গুণী নির্মাতাদের নির্দেশনায়।
নর্দার্ন ইউনিভার্সিটির বিবিএর ছাত্রী বৃষ্টির পরিচিতি বলে দিচ্ছে, তিনি মডেল। তবে তাঁর শুরুটা মডেলিং দিয়ে নয়, সিনেমা দিয়ে। মাসুদ উল হাসান পরিচালিত ‘সাফিয়া’ ছবিতে কাজ করছেন তিনি। বৃষ্টি জানালেন, সাফিয়া ছবির শুটিং এখনো শুরু হয়নি। খুব দ্রুতই শুরু হবে। তবে ছবিটির ‘প্রোমো’ প্রকাশিত হয়েছে। ছবিতে তাঁর বিপরীতে আছেন নিবিড় আদনান নাহিদ। দুজনেরই এটি প্রথম ছবি।
বৃষ্টি সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন ফারুকীর নির্দেশনায় রবির ‘দেখিয়ে দাও’ বিজ্ঞাপনের মডেল হয়ে। তিনটি টিভিসি প্রচারের অপেক্ষায়। হাতে আছে ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফোনিসহ চারটি টিভিসি। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও করছেন বৃষ্টি। কাজ করেছেন তানিম রহমান অংশু পরিচালিত জিটিভির জনপ্রিয় নাটক ‘ফ্রাইট নাইট’-এ। অভিনয়কে ঘিরেই এখন যত স্বপ্ন বৃষ্টির।
রুপালি পর্দার মাধ্যমে মিডিয়ায় এলেও এসব নিয়ে নাকি কখনোই ভাবেননি বৃষ্টি! স্বপ্ন দেখা দূরে থাক। অকপটেই বললেন, ‘একদমই হুট করে মিডিয়ায় আসা। ছোটবেলায় বাবা চাইতেন, আমি ডাক্তার হব। আমার সে রকম কোনো ভাবনা ছিল না। যখন সাফিয়া ছবিতে নায়িকা হওয়ার প্রস্তাব পেলাম, ভালো গল্প দেখে রাজি হয়ে গেলাম। এরপর ছবির প্রোমো প্রকাশিত হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসতে থাকে।’
হুট করে মিডিয়ায় এলেও খুব দেখেশুনে এগিয়ে চলছেন বৃষ্টি। তাঁর কথা থেকেই তা স্পষ্ট, ‘চেষ্টা করছি ভালো কাজ করার, ভালো পরিচালকের সঙ্গে কাজ করার। একটা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। নিয়মিতই মুভির অফার পাই। কিন্তু এখনই এ নিয়ে তাড়াহেুড়া করতে চাই না। আগে অভিনয়ে উন্নতি করতে চাই। গণহারে ১০টা না করে একটা ভালো কাজ করতে চাই।’
এরপর বৃষ্টি বললেন, ‘আমি অভিনয় করে যেতে চাই। অভিনয়টা ভালোভাবে শিখতে চাই। নাটক নাকি সিনেমায় অভিনয় করছি, সেটা ব্যাপার না। চলচ্চিত্রেই স্থায়ী হব, এমনটাও নয়। মূল কথা হলো, ভালো একজন অভিনেত্রী হয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।’