বিয়ে করতে যাচ্ছেন গায়িকা পূজা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/19/photo-1484830255.jpg)
এ সময়ের আলোচিত সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা বিয়ে করতে যাচ্ছেন। পাত্র মডেল ও অভিনেতা অর্ণব দাস অন্তু। আসছে ফেব্রুয়ারির ১ তারিখ তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে এমন খবরই জানান পূজা।
পূজা ও বেলাল খানের গাওয়া ‘অবুঝ পাখি’ গানের ভিডিওর মডেল হয়েছিলেন অর্ণব। এই গানের মিউজিক ভিডিও করতে গিয়েই অর্ণবের সঙ্গে পরিচয় পূজার। এর পর থেকেই গল্পের শুরু।
এ প্রসঙ্গে পূজা বলেন, ‘গত বছর মিউজিক ভিডিওটির শুটিং আমরা সুন্দরবনের বিভ্ন্নি জায়গায় করেছি। শুটিং চলাকালে অর্ণবের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব তৈরি হয়। পরবর্তী সময়ে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। পারিবারিকভাবে আমাদের বিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ের আগের দিন আমাদের আশীর্বাদ সম্পন্ন হবে। এখন বিয়ের অনুষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি।’
বিয়ের পর ক্যারিয়ার ও কাজ প্রসঙ্গে পূজা বলেন, ‘বিয়ের পরও গান চালিয়ে যাব। আমরা দুজনই মিডিয়ায় কাজ করছি। তাই আমাদের ভুল বোঝাবুঝি হওয়ার সুযোগ কম। আশা করছি, আমাদের দুজনের সম্পর্ক সব সময় ভালো থাকবে। ’
বিয়ে উপলক্ষে সবার কাছে আশীর্বাদও চেয়েছেন পূজা। বললেন, ‘একটা শুভ কাজ করতে চলেছি। সবার আশীর্বাদ দরকার।’