‘বিহ্বল’ নারীশক্তির নাটক : ভাবনা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/06/photo-1433599048.jpg)
মেয়েটির নাম বর্ষা। খুব সংগ্রামী। তার বাবা স্কুলশিক্ষক। এক ছোট ভাই প্রতিবন্ধী।
টিউশনি করে সংসার চালায় বর্ষা। তার বাবার খুব ইচ্ছা মেয়েকে বিয়ে দেবেন। কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোনো টাকা-পয়সা নেই তাঁর কাছে। সংসারের এত অভাবে বর্ষারও বিয়ের প্রতি সব ধরনের অনুভূতি মরে যায়। এরই মধ্যে একটি ছেলে মিথ্যা কথা বলে প্রতারণা করে বর্ষার বাবার সঙ্গে। এটি বাস্তবের কোনো গল্প নয়। অনিমেষ আইচ পরিচালিত ‘বিহ্বল’ নাটকের কাহিনী।
নাটকে বর্ষা চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। বর্ষার বাবার চরিত্রে দেখা যাবে অভিনেতা খায়রুল আলম সুবজকে। নাটকে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান ও নকুল। ‘বিহ্বল’ নাটকটি আজ রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে।
‘বিহ্বল’ নাটক করার অভিজ্ঞতা কেমন ছিল জিজ্ঞাসা করতে ভাবনা বলেন, “নাটকটির শুটিং অনেক আগে করেছিলাম। ধামরাইয়ের একটি স্কুলে টানা তিনদিন আমরা শুটিং করেছি। জায়গাটা অনেক ভুতুড়ে ছিল। একটুও আরাম পাইনি। খুব ভয় ভয় লেগেছিল। তবে নাটকের শুটিং চমৎকার হয়েছে। অনিমেষ দাদার এটা খুব সুন্দর একটা কাজ। আমি বলব ‘বিহ্বল’ নারীশক্তির নাটক।”
নারীপ্রধান চরিত্রে বেশি কাজ করছেন। নারীদের নিয়ে আলাদা করে কিছু কি ভাবেন? প্রশ্ন শুনে ভাবনা জানালেন, ‘আমি মনে করি একজন তারকা হয়ে সমাজে আমারও অনেক দায়বদ্ধতা রয়েছে। এটা উপযুক্ত সময় নারীদের অধিকারগুলো সবার সামনে ফুটিয়ে তোলা। নারীদের নিয়ে আমারও কিছু বলার আছে। সেটা হয়তো পর্দার সামনে বলছি। তবে বাস্তবেও নারী অধিকার নিয়ে আমার কিছু করার পরিকল্পনা আছে।’
‘বিহ্বল’ নাটকের শেষে কী দেখানো হবে? ‘আমি নরমূর্তি কালীর বেশ নিয়ে আমার বাবার সঙ্গে যারা প্রতারণা করে তাদের খুন করব।’ তবে বাস্তবে ভাবনা বেশ নরম স্বভাবের।