লক্ষ্য আমার চলচ্চিত্র : পিয়া বিপাশা
মডেলিং করে ব্যাপক পরিচিতি পান পিয়া বিপাশা। সে সময় বিলবোর্ডের ছবি দেখতে বেশি পছন্দ করেন তিনি। পিয়ার বড় বোন আজমেরী আশাও একজন মডেল ও অভিনেত্রী। তাঁকে পিয়া প্রায়ই বলতেন, ‘দেখিস, ঢাকার বিলবোর্ডে আমার ছবি সব সময় থাকবে।’ কথাটা সত্যিই হয়েছে। ঢাকাজুড়ে এখন পিয়ার বিলবোর্ড। বড় বোন আশা পিয়ার অনেক ভালো বন্ধু। কারো সঙ্গে গল্প শুরু করলে পিয়া নিজের থেকে বোনের গল্প বেশি করেন। কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলেও বোনের অনুমতি তাঁর নেওয়া চাই। মিডিয়ায় একটু একটু করে এভাবে এগিয়ে চলেছেন পিয়া বিপাশা। ঢালিউডের সফল নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন পিয়া। সামনে অনেক পথ বাকি।
গত বছর ‘রুদ্র : দ্য গ্যাংস্টার’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন তিনি। আসছে ঈদ উপলক্ষে টিভি পর্দায় মোট আটটি নাটকে দেখা যাবে পিয়াকে। সম্প্রতি শ্যাম্পু এবং একটি বিউটি সোপের বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন। এরই মধ্যে মডেল হয়েছেন হাবিবের মিউজিক ভিডিওর।
মডেলিং, নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করলেও চলচ্চিত্রে থিতু হওয়ার পরিকল্পনা করছেন এ সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে পিয়া বলেন, ‘চলতি বছরে নাটকের কাজ খুব বেছে বেছে করব। এখন লক্ষ্য আমার চলচ্চিত্র। ঢালিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করতে আগ্রহী আমি। জানি না, কতটুকু পারব, তবু চেষ্টা করে যাচ্ছি।’
গরম উপেক্ষা করে টানা কাজ করে যাচ্ছেন পিয়া। তিনি বলেন, ‘কাজ করতে অনেক ভালোবাসি। তাই গরম, ঠান্ডা কোনো বিষয় নয়। বিশ্রী গরমে আমার অবস্থা ভীষণ খারাপ। ত্বক পুড়ে যাচ্ছে। তার পরও প্রতিদিন শুটিং করে যাচ্ছি।’