ভালো পরিবারের মেয়েরা চলচ্চিত্রে কাজ করতে পারবে না : পিয়া বিপাশা
‘চলচ্চিত্রের পরিবেশ নোংরা, এই পরিবেশে ভালো পরিবারের মেয়েরা কাজ করতে পারবে না। এ কারণেই আসলে আমাদের চলচ্চিত্র দিন দিন পিছিয়ে যাচ্ছে। অনেক অভিনয় জানা ছেলেমেয়ে চলচ্চিত্রে কাজ করার জন্য অপেক্ষা করছে। আমার মতো যাঁরা এগিয়ে আসছে, তাঁরা আবার পরিবেশের কারণে চলেও যাচ্ছে। যাঁরা আমাদের দিকে তাকিয়ে ছিল, তাঁরাও আর চলচ্চিত্রে আসার সাহস পাবে না।’ চলচ্চিত্রের পরিবেশ নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন নবাগত নায়িকা ও মডেল পিয়া বিপাশা।
সম্প্রতি ‘রাজনীতি’ ছবি থেকে সরে আসা প্রসঙ্গে পিয়া বিপাশা কিছু অভিযোগ করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে অনেক গণমাধ্যম প্রতিবেদনও প্রকাশ করেছে এবং সেখানে চলচ্চিত্র জগতের দু-একজনের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে। তবে এ বিষয়ে বিপাশা এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি আসলে এতে খোলামেলা কিছু বলিনি। সবাই একটু বেশি বেশি লিখছে। ফোনে আমাকে এখন হুমকিও দেওয়া হচ্ছে, কিন্তু আমি ভয় পাই না। তার পরও বলব, আমরা সবাই যদি একসঙ্গে কাজ করতে না পারি, তাহলে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে না। অনেক ছবি মুক্তি পাওয়ার পর দর্শক বলেন, নায়িকার অভিনয় হয়নি। এখন কথা হচ্ছে, আপনারা অভিনয় জানা অভিনেত্রীদের তো কাজ করতে দিচ্ছেন না। আমরা কাজ করতে চাই, সুন্দর পরিবেশ চাই, ভালো গল্প চাই। অভিনয় করে বাংলাদেশের দর্শকের কাছে একটা জায়গা তৈরি করেছি। ইচ্ছা ছিল, চলচ্চিত্র একটা জায়গায় দাঁড়াবে। জানি না, কতটুকু পারব।’
চলচ্চিত্র জগতের ‘রাজনীতি’র কারণেই কি তিনি ‘রাজনীতি’ ছবিতে আর অভিনয় করছেন না? এমন প্রশ্নের জবাবে বিপাশা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমি নতুন। ভালো কাজ করতে এসেছি। এখানে এসে কোনো ধরনের পলিটিক্সের মধ্যে পড়তে রাজি নই। আমাকে নিয়ে পলিটিক্স হচ্ছে। কোনো মানুষের অশোভন আচরণ মেনে নিয়ে কাজ করার ইচ্ছা আমার নেই। তিনি যে-ই হোন না কেন। এ ছবি নিয়ে বেশ পলিটিক্স হচ্ছে। তাই ছবিটি আমি বাদ দিয়েছি।’
কিছুদিন আগে ঘটা করে শাকিব খান ও জায়েদ খানকে নিয়ে ‘রাজনীতি’ নামের নতুন একটি ছবির ঘোষণা দিয়েছিলেন পরিচালক বুলবুল বিশ্বাস। ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন পিয়া বিপাশা। কিন্তু বিপাশা যে ছবিটিতে আর নেই, সেটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘রাজনীতি’ ছবিটি মুক্তি না পাওয়া পর্যন্ত বিপাশা অন্য কোনো ছবিতে কাজ করবেন না, এমনটাই কথা ছিল। কিন্তু বিপাশা নাকি কথা রাখেননি। তবে এ ধরনের শর্তের কথা অস্বীকার করেছেন বিপাশা।