মৌ, তিশার মতো হতে চাই : আয়শা মার্জানা
ছোটবেলায় মায়ের শাড়ি পরে র্যাম্পের মডেলদের মতো করে হাঁটতেন আয়শা মার্জানা। পুতুলের মতো করে সাজতেও পছন্দ করতেন তিনি। র্যাম্পে হাঁটার স্বপ্ন পূরণ হতে চলেছে তাঁর।
চলতি সপ্তাহে লিনা খানের কোরিওগ্রাফিতে র্যাম্পে হাঁটবেন আয়শা। মিডিয়ায় খুব বেশিদিন হয়নি তাঁর। গত বছরের অক্টোবরে প্রাণ জুসের বিজ্ঞাপনের মডেল হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি।
বিজ্ঞাপনটি জনপ্রিয়তা পাওয়ার পর একে একে ফ্রেশ আটা, কনিকা জুয়েলার্স, স্মার্ট ডিটারজেন্ট পাউডারসহ মোট ১০টি বিজ্ঞাপনের মডেল হয়ে মিডিয়াপাড়ায় আলোচনায় এসেছেন এ সময়ের মডেল আয়শা মার্জানা।
সবে মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তিনি। পড়াশোনা, মডেলিং, অভিনয় একসঙ্গে চালিয়ে যেতে প্রস্তুত আয়শা।
ক্যারিয়ারের শুরুতে মডেল মৌকে আদর্শ মেনে ভেবেছেন তিনি মডেল হবেন। কিন্তু মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও শুরু করেছেন তিনি। তাঁর অভিনীত ‘চক্কর’ নাটকটি প্রচারের পর বেশ সাড়া পেয়েছেন তিনি। আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু টিভি বিজ্ঞাপন ও নাটকেও কাজ করবেন আয়শা।
আয়শা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম মডেল হব। তারপর অভিনয় শুরু করার পর মনে হলো অভিনয় আমি পারব। নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হতে শুরু করল। আমি মৌ, তিশার মতো অভিনেত্রী হতে চাই। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রেও কাজ করার ইচ্ছে আছে আমার। আমার স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ করতে চাই আমি। প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি তখন খুব নার্ভাস ছিলাম। একটু ভয়ও কাজ করেছিল। কিন্তু এখন একদম ভয় পাই না। আজও আমার একটা ফটোশুট আছে। কাজ করছি, করে যেতে চাই।’