দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন জেনি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/08/photo-1433764020.jpg)
অভিনেত্রী জেনি ও তানভীর খান ছবি : সংগৃহীত
অভিনেত্রী জেনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। পাত্র তানভীর খান। একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানপ্রধান তিনি। সম্প্রতি তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের ছবি প্রকাশ করে নিজেদের প্রেমের বিষয়টা খোলাসা করেন। আংটি বদলও করেছেন তাঁরা। ছবিতে জেনির হাতের আঙুলের আংটিটি বলে দিচ্ছে তাঁদের ভালোবাসার কথা।
মিডিয়ার কাজের সূত্র ধরে জেনির সঙ্গে তানভীর খানের পরিচয় হয়। এরপর প্রেম, এখন পরিণয়ের দিকে যাচ্ছেন তাঁরা। সম্প্রতি ফেসবুকে তানভীর খান ‘অ্যাংগেজ’ লিখে তাদের দুজনের ছবি প্রকাশ করেন। ছবি দেখে বোঝা যাচ্ছে তাঁরা খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন।
একটি বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে নির্মাতা অমিতাভ রেজার প্রেমে পড়েন জেনি। গোপনে বিয়েও করেন তাঁরা। গণমাধ্যমে অনেক পরে এই সংবাদ জানালেও বিয়ের দুই বছরের মাথায় তাঁদের সম্পর্কটি ভেঙে যায়।