চার বছর পর নোবেল-মৌ জুটি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/09/photo-1433835291.jpg)
সম্প্রতি কৌশিক সংকর দাশ পরিচালিত ‘লাভ ফাইনালি’ নাটকে নোবেল ও মৌ জুটি বেঁধে কাজ করেছেন। দীর্ঘ চার বছর পর নোবেল ও মৌকে এক ফ্রেমে দেখতে পাবেন তাঁদের দর্শক। নাটকে নোবেল ও মৌয়ের চরিত্রের নাম ঈষাণ ও নন্দিনী।
নাটকটির গল্পে দেখা যাবে, ‘ঈষাণ ও নন্দিনী দীর্ঘ আট বছর একে অপরকে ভালোবাসে। পেশায় ঈষাণ একজন সংগীত পরিচালক। আর নন্দিনী ফ্যাশন ডিজাইনার। পেশাগত কাজে দুজন এত ব্যস্ত ছিল যে সংসার করার কথা তাদের ভাবনায় আসেনি। বন্ধুরা তাদের বিয়ের কথা বললেও কেউ সিরিয়াস হয়নি। একপর্যায়ে তাদের সম্পর্কে তিক্ততা শুরু হয়। তারা সিদ্ধান্ত নেয়, সম্পর্ক আর রাখবে না।’ এভাবে এগিয়ে যায় ‘লাভ ফাইনালি’ নাটকের গল্প।
আসছে ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানান পরিচালক কৌশিক সংকর দাশ। তিনি বলেন, ‘নাটকের গল্পটি অনেক আগে চিন্তা করেছিলাম। অবশেষে কাজটি হলো। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে। কারণ, নাটকের গল্পে রয়েছে অনেক বৈচিত্র্য।’