জীবন থেমে থাকে না : আরবাজ খান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/22/photo-1487742979.jpg)
আরবাজ খান ও মালাইকা আরোরা খান তাঁদের সম্পর্কে ইতি টানার কথা যৌথভাবে ঘোষণা দিয়ে আসছেন অনেক দিন ধরেই। তবে বিচ্ছেদের ব্যাপারে মালাইকা যতটা সরব ছিলেন, ততটাই নীরব ছিলেন আরবাজ। সংসার, বিচ্ছেদ ইত্যাদি বিষয়ক প্রশ্ন তিনি এড়িয়ে যেতেন সযত্নে। তবে পরিস্থিতি পাল্টেছে, জনসমক্ষে বিষয়টি নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। ডিএনএ ইন্ডিয়ার কল্যাণেই জানা গেল মালাইকাকে নিয়ে আরবাজের সোজাসাপ্টা কথা।
সালমানের ভাই আরবাজ সাংবাদিকদের বলেন, ‘দেখুন, আপনার কাছে বাছাইয়ের সুযোগ আছে, হয় আপনি জীবনের দিকে ফিরে তাকাবেন এবং নিষ্ক্রিয় থাকবেন। অথবা আপনি এ থেকে শিক্ষা নিয়ে বলতে পারেন, ঠিক আছে, আমি এখান থেকে সরে আসব। যেকোনো ধরনের ক্ষতি যা আপনাকে ভুগিয়েছে—টাকা হতে পারে, কারও পরিবার বা সম্পর্কের মৃত্যু হতে পারে, তবুও জীবন থেমে থাকে না। মানুষ মানেই টিকে থাকার যুদ্ধ।’
বলিউডে পরিচিত এ জুটি পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন থাকার পর গত ডিসেম্বরে প্রথম কাউন্সেলিং সেশনে অংশ নিয়েছিলেন। বিচ্ছিন্ন থাকার সব আইনি প্রক্রিয়া এ বছরের এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে।
আরবাজ খান ও মালাইকা আরোরা খানের বিয়ে হয় ১৯৯৮ সালে। আরহান নামের তাঁদের একটি ছেলেসন্তান রয়েছে। বলিউডের বিভিন্ন ছবিতে তাঁরা দুজন কাজ করেছেন। মালাইকা আরোরা বলিউড ছবির আইটেম গানে নাচ করেই মূলত প্রশংসিত হয়েছেন।