পুষ্পিতা পপির ‘বিধ্বস্ত প্রেমিক’

আজ ১৩ জুন শনিবার ঢাকার আশুলিয়াতে শুরু হচ্ছে কাজী মারুফ, পুষ্পিতা পপি, অরিনকে নিয়ে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘বিধ্বস্ত প্রেমিক’ চলচ্চিত্রের শুটিং। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন মারুফ ও পুষ্পিতা পপি। এ ছবির চিত্রনাট্য লিখেছেন কাজী হায়াৎ।
পুষ্পিতা পপি বলেন, ‘এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো মারুফ ভাইয়ের সঙ্গে কাজ করব। এটির গল্পও অনেক ভালো লেগেছে। অ্যাকশন ঘরানার এ ছবিতে বিলেত ফেরত এক ধনাঢ্য পরিবারের মেয়ে হিসেবে অভিনয় করতে যাচ্ছি। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।’
কাজী মারুফ বলেন, ‘আমি সাধারণত সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করি। এ সিনেমাটি বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ঘিরে খুব সুন্দর একটি কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে। আশা করি সবার ভালো লাগবে।’
আজ ১৩ থেকে ২২ জুন পর্যন্ত মোট ১০ দিন আশুলিয়ায় এ সিনেমার প্রথম পর্যায়ের শুটিং করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
কাজী মারুফ, পুষ্পিতা পপি ও অরিন ছাড়াও ছবিতে দেখা যাবে চিত্রনায়ক রুবেল, অমিত হাসান, কাজী হায়াৎসহ আরো অনেককে।
এতে গান থাকবে মোট পাঁচটি। এর মধ্যে একটি আইটেম গান থাকবে। গানগুলোতে কণ্ঠ দেবেন পড়শী, আরেফিন রুমি, মনির খান, বেবি নাজনিন।
চিত্রনায়ক কাজী মারুফ বর্তমানে ছিন্নমূল, শোধ প্রতিশোধ ও বেপরোয়া প্রেমিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন।
পুষ্পিতা পপি অভিনীত এ পর্যন্ত দুটি ছবি মুক্তি পেয়েছে। ছবি দুটির নাম হচ্ছে ‘কখনো ভুলে যেও না’ এবং ‘আগে যদি জানতাম তু্ই হবি পর’। এ ছাড়া ‘প্রেম হতেই পারে’, ‘তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা’, ‘প্রেমের বিয়ে’, ‘আমার আত্মা তুমি’ ও ‘মিশন কক্সবাজার’ নামের ছবিগুলোতে কাজ করেছেন পুষ্পিতা।