শাহরুখকে গোয়েন্দা সংস্থার নোটিশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/25/photo-1490429907.jpg)
পর্দায় যতই বলুন ‘ডন কো পাকাড়না মুশকিল হি নেহি না মুমকিন হ্যায়’, অফস্ক্রিনের শাহরুখ আটকে গেছেন গোয়েন্দাদের হাতে। কোনো ছবির কাহিনী নয়, বাস্তবেই। ভারতের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের দায়ে শাহরুখকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দেশটির এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।
শাহরুখের স্ত্রী গৌরী খান ছাড়াও কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক জুহি চাওলাও পেয়েছেন এই নোটিশ। খবরটি জানিয়েছে এনডিটিভি ও আনন্দবাজার।
কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (কেআরএসপিএল) ফ্র্যাঞ্চাইজের মালিকানা রয়েছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের হাতে। অভিযোগ রয়েছে, এই রেড চিলিজ এন্টারটেইনমেন্ট থেকেই কেআরএসপিএলের ৯০ লাখ শেয়ার ১০ টাকা দরে মরিশাসের সংস্থা ‘দ্য সি আইল্যান্ড ইনভেস্টমেন্ট’ লিমিটেডকে বেঁচে দেওয়া হয়েছিল। অথচ সেই সময় শেয়ারের দর যাচ্ছিল ৮৬ টাকা থেকে ৯৯ টাকা। ইডি দাবি করছে, এর ফলে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৭৩ কোটি ৬০ লাখ বিদেশি মুদ্রা।
এজেন্সির একটি সুত্র জানায়, এই অভিযোগ উত্থাপনের পর এটিই প্রত্যাশিত ছিল যে গত বছর ডিসেম্বর থেকে এ বছরের কোনো এক সময়ে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) বা বিদেশি মুদ্রা বিনিময় আইনের আওতায় কলকাতা নাইট রাইডার্স এবং সঙ্গে সংযুক্ত মালিকদের আইনি নোটিশ পাঠানো হবে।
তবে এই অভিযোগের শুরুটা হয় ২০০৮-০৯ সালে। শাহরুখ খান এবং এর জুহি চাওলার সহ-মালিকানাধীন কেআরএসপিএলের শেয়ার প্রায় আট-নয়বার কম মূল্যে বিক্রি করে দেওয়া হয় মরিশাসের দ্য সি আইল্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে, যার মালিক জুহি চাওলার স্বামী জয় মেহতা। অভিযোগ ছিল, ২০০৮ সালে রেড চিলিজ কেআরএসপিএলের প্রায় ৯ হাজার ৯০০টি শেয়ার বিক্রি করে দিয়েছে।
২০১১ সালে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট শাহরুখ খানকে এই অভিযোগে তলব করে। তবে জিজ্ঞাসাবাদে শাহরুখ কলকাতা নাইট রাইডার্স নিয়ে ব্যবসা সংক্রান্ত সব তথ্য এবং প্রাসঙ্গিক দলিল দিয়ে তদন্তকারী কর্মকর্তাদের সহযোগিতা করেছেন বলে জানা যায়।
ইডির কর্মকর্তারা জানান, ‘শাহরুখের আইনি এবং চার্টার্ড অ্যাকাউন্টেসি ফার্ম সবসময় ইডির সংস্পর্শে থাকবে, যাতে তারা এবং আমরা দ্রুত এর সমাধান করতে পারি।’ তবে ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব চেয়েছে ইডি।