নতুনদের মধ্যে সাবিলা নূরের অভিনয় দারুণ : সানজিদা প্রীতি
মঞ্চনাটকের দল প্রাচ্যনাটের অন্যতম সদস্য সানজিদা প্রীতি। মঞ্চ ও টিভি নাটকে দুই মাধ্যমে সাবলীল অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আজ রোববার ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘পাতকি’। ফেরদৌস হাসান পরিচালিত নাটকটিতে সজলের বিপরীতে অভিনয় করেছেন প্রীতি। সম্প্রতি নাটক ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি।
‘পাতকি’ নাটকে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
সানজিদা প্রীতি : স্বাধীনতা দিবসের নাটক এটা। আমার সব সময় দেশের গল্প নিয়ে নির্মিত নাটকে অভিনয় করতে ভালো লাগে। এই নাটকের গল্পটা আট-দশটা দেশের গল্পের মতো নয়। নাটকের কাহিনী অন্য রকম। আশা করছি, দর্শকের ভালো লাগবে।
আপনি সব সময় বেছে বেছে নাটকে অভিনয় করেন। এর পেছনে প্রধান কারণ কী?
সানজিদা প্রীতি : আমি আসলে একটু অলস প্রকৃতির মানুষ। কাজ কম করতে ভালো লাগে। তবে আর একটা কারণও আছে। নাটকের গল্প ও চিত্রনাট্য পছন্দ না হলে আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না।
মঞ্চ কিংবা টিভি নাটক কোন মাধ্যমে অভিনয় করতে বেশি ভালো লাগে?
সানজিদা প্রীতি : মঞ্চ কিংবা টিভি নাটক দুই মাধ্যমেই অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার কাছে অভিনয় মুখ্য বিষয়। মঞ্চনাটক যেমন নিয়মিত আমি করছি, তেমনি টিভি নাটকও।
বোবা, অন্ধ অনেক ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে আপনাকে অভিনয় করতে দেখা গেছে। এমন কোনো চরিত্র আছে, যা আপনি করতে চান কিন্তু করা হয়নি?
সানজিদা প্রীতি : অনেক চরিত্রেই তো অভিনয় করেছি। তবে সত্যি কথা বলতে, আমার এখন কোনো স্বপ্নের চরিত্র নেই। নাটকের চিত্রনাট্য পড়ার পর যে চরিত্র আমার ভালো লাগে, সেই চরিত্রেই আমি অভিনয় করি।
অবসরে টেলিভিশন নাটক কি দেখেন? নতুনদের মধ্যে কার কাজ আপনার বেশি ভালো লাগে?
সানজিদা প্রীতি : হ্যাঁ, অবসরে টিভি নাটক আমি দেখি। এখন তো অনেক নতুন শিল্পী অভিনয় করছেন। আমার কাছে নতুনদের মধ্যে সাবিলা নূরের অভিনয় দারুণ লাগে। সাবিলার বেশ কিছু নাটক আমি দেখছি।