ক্যামেরাম্যানকে অর্জুন রামপালের ‘মারধর’?
বলিউড তারকা অর্জুন রামপালের বিরুদ্ধে মারধরের অভিযোগ এসেছে। পুলিশের কাছে সুবিত নামের এক ক্যামেরাম্যান এই অভিযোগ করেছেন বলে জানা যায় এএনআই থেকে। গত রোববার দিল্লির একটি পাঁচতারকা হোটেলের সামনে মাঝরাতে এমন ঘটনা ঘটেছে বলে খবর এসেছে ফ্লিল্মিবিটে।
অর্জুনের ছবি তুলতে গিয়েই মারধর খেতে হয়েছে, পুলিশের কাছে এমনটাই দাবি করেছেন ক্যামেরাম্যান সুবিত। তিনি জানান, ছবি তোলার সময় তাঁর কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়ে তাঁর মাথায় ও কপালে আঘাত করেন অর্জুন রামপাল। এর পর আহত অবস্থায় কাছাকাছি এক পুলিশ স্টেশনে গিয়ে অর্জুনের বিরুদ্ধে অভিযোগ করেন সুবিত।
এএনআই টুইটে মন্তব্য করেছে, ‘অর্জুন রামপালের বিরুদ্ধে অভিযোগকারী জানিয়েছেন যে দিল্লির একটি ফাইভ স্টার হোটলের সামনে এ ঘটনা ঘটেছে। ছবি তোলার পর ফটোগ্রাফারের ওপর রেগে যান অর্জুন এবং তাঁর ওপর ক্যামেরা ছুড়ে ফেলেন। এতে তিনি আহত হন।’
এদিকে, ক্যামেরাম্যানের এই দাবিকে অস্বীকার করেছেন অর্জুন রামপাল। রোববার এক টুইট বার্তায় পুরো বিষয়টিকে ‘ভুয়া’ বলে টুইট করেছেন তিনি।
টুইটে অর্জুন লিখেছেন, ‘ঘুম থেকে উঠে দেখছি, এক ভক্তকে মারধরের খবরে আর মেসেজে পুরো সয়লাব আমি! কেন মানুষ এ খবর ছড়াচ্ছে? এটা অসত্য ও ভুয়া খবর।’
অন্যদিকে সুবিত বলেন, ‘আমি বুঝলাম না, কেন তিনি ক্যামেরা ছুড়ে মারলেন। আমি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি; কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’
দিল্লি পুলিশের মুখপাত্র মধুর ভার্মা আইএনএসকে বলেন, ‘একজন ক্যামেরাম্যান অর্জুনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।’ মধুর ভার্মা আরো জানান, তাঁরা ক্লাবের সিসিটিভ ফুটেজ তদন্ত করছেন।