ঈদে প্রভার ত্রিমুখী প্রেমের টেলিফিল্ম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/22/photo-1434974109.jpg)
‘পরকীয়া এখন কমবেশি সবাই করছে। বাংলাদেশের আশি ভাগ দম্পতি এখন সুখী নয়। তাদের মাঝে একটা দূরত্ব আছে। আমার কাছে তাই মনে হয়’- কথাগুলো বলছিলেন পরিচালক মিনহাজুল ইসলাম অভি। পরকীয়াকে কেন্দ্র করেই ‘গহীনে তরঙ্গ’ টেলিফিল্ম নির্মাণ করছেন তিনি। সম্প্রতি সিলেটের মাধবকুণ্ডে নাটকটির শুটিং শেষ করেছেন অভি। এই টেলিফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমিন খান, প্রভা ও সাব্বির।
টেলিফিল্ম সম্পর্কে অভি বলেন, “‘গহীনে তরঙ্গ’ টেলিফিল্মের গল্পে দেখা যাবে আমিন খান ঢাকার শিল্পপতি। প্রভা তাঁর স্ত্রী। পাঁচ বছর হলো প্রভাকে তিনি বিয়ে করেছেন। কিন্তু এখনো প্রভাকে নিয়ে কোথাও তিনি ঘুরতে বের হননি। অনেক পরিকল্পনা করে সিলেটের মাধবকুণ্ডে নিজের তৈরি করা চা বাগানে প্রভাকে নিয়ে ঘুরতে আসেন আমিন খান। কিন্তু ঘুরতে এসেও প্রভাকে তিনি সময় দিতে পারেননি। পাহাড় কেনার জন্য অস্থির হয়ে উঠেন তিনি। এদিকে প্রভা একা একা চা বাগান ঘুরতে থাকেন।
সেখানে তার পরিচয় হয় সাব্বিরের সঙ্গে। সাব্বির প্রভার একটা পোট্রেট ছবি আঁকেন। সেই ছবি দেখে মুগ্ধ হয়ে যান প্রভা। এই ঘটনা শুনে আমিন খান পুলিশকে খবর দেন। পুলিশ এসে সাব্বিরকে গ্রেপ্তার করে। প্রভা এর কারণ জানতে চাইলে পুলিশ তাঁকে জানায়, সাব্বির পাগল। তাঁর স্ত্রী পরকীয়া করেছিলেন বলে তিনি তাঁকে খুন করেন।”
টেলিফিল্ম নিয়ে অভিনেত্রী প্রভা বলেন, ‘অভি ভাই ও আমিন খানের সঙ্গে এটা আমার প্রথম কাজ। টেলিফিল্মটির শুটিং করতে গিয়ে আমরা বৃষ্টিতে ভিজেছি। বৃষ্টিতে ভিজে আমার জ্বর এসেছিল। তারপরও আমরা শুটিং বন্ধ করিনি। প্রথম কাজ করে বুঝেছি অভি ভাই অনেক ভালো নির্মাতা। ভবিষ্যতে তাঁর সঙ্গে আরো কাজ করার ইচ্ছা আছে।’
আসছে ঈদে ‘গহীনে তরঙ্গ’ টেলিফিল্মটি একুশে টেলিভিশনে প্রচার করা হবে বলে জানান পরিচালক মিনহাজুল ইসলাম অভি।