সজল-মমর জায়গায় অভিনয় করছেন নিলয়-শখ
২০০৮ সালে কৌশিক শংকর দাশ ‘হয়তো বা ভালোবাসা’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেন। নাটকটিতে অভিনয় করেন সজল ও মম। এ দুজনই বহুবার বলেছেন, তাঁদের প্রিয় নাটকের মধ্যে এটি একটি।
দীর্ঘ সাত বছর পর সেই নাটকটি পুনর্নির্মাণ করেছেন পরিচালক কৌশিক শংকর দাশ। তবে এবার সজল ও মমর পরিবর্তে অভিনয় করেছেন নিলয় ও শখ। প্রায় তিন বছর পর নিলয় ও শখ এ নাটকে জুটি বেঁধে কাজ করেছেন। নাটকটিতে তাঁরা রুদ্র ও নীলা চরিত্রে অভিনয় করেছেন।
পরিচালক কৌশিক শংকর দাশ এনটিভি অনলাইনকে বলেন, “গল্পের কাঠামো ঠিক রেখে বর্তমান পরিপ্রেক্ষিতে আমি নাটকটি নতুন করে লিখে নির্মাণ করেছি। ‘হয়তো বা ভালোবাসা’ নাটকটি প্রচারের পর তরুণ প্রজন্মের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি, ‘ওয়ান ফাইন ডে’ নাটকটিও সবার ভালো লাগবে। ঈদে নাটকটি মাছরাঙা টিভিতে প্রচারিত হবে।”
‘ওয়ান ফাইন ডে’ নাটকের গল্পে দুটো মানুষের প্রেম-ভালোবাসা, জীবনের আকাঙ্ক্ষা গভীরভাবে ফুটে উঠেছে বলে জানান পরিচালক কৌশিক শংকর দাশ।
অভিনেতা নিলয় বলেন, “‘ওয়ান ফাইন ডে’ নাটকটি রিমেক হলেও অনেক নতুনত্ব রয়েছে। নাটকটির নির্মাণশৈলী ও গল্পে বৈচিত্র্য আছে। নাটকের লোকেশনও ছিল চমৎকার। নাটকটির কাজ আমরা মাসখানেক আগে করেছি। সব মিলিয়ে নাটকটিতে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ।”