অভিষেক-কারিনার ১৫ বছর
এক যুগেরও বেশি সময়। ১৫ বছর। এই দিনেই বলিউডের দুই প্রতাপশালী পরিবারের দুই সন্তানের পেশাদার বলিউড ক্যারিয়ার শুরু হয়েছিল। বচ্চন পরিবারের অভিষেক বচ্চন এবং কাপুর পরিবারের কারিনা কাপুর নিজেদের প্রথম ছবি ‘রিফিউজি’র মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন ২০০০ সালে। এনডিটিভির খবরে জানা গেল, এ নিয়ে টুইটারে উচ্ছাস জানিয়েছেন অভিষেক।
কারিনা কাপুর খান অবশ্য সামাজিক মাধ্যমে তেমন সরব নন। পারতপক্ষে ফেসবুক বা টুইটারের ধারেকাছে আসেন না।
জেপি দত্তের রিফিউজি ছবিতে কারিনা বা অভিষেক একেবারেই নন-গ্ল্যামারাস চরিত্রে হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। ছবিটি তেমন ব্যবসাসফল না হলেও কাহিনী এবং গানের জন্য বেশ প্রশংসা পেয়েছিল। এই ছবির পরেই এক ঝটকায় পর্দায় নিজের অ্যাপেয়ারেন্স বদলে ফেলেছিলেন কারিনা।
বলিউডে পেশাদার ক্যারিয়ারের ১৫ বছর পেরোনো উপলক্ষ্যে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। ‘আপনাদের সবাইকে ভালবাসা এবং অনুপ্রেরণার জন্য ধন্যবাদ। ২০০০ সালের এই দিনে আমার প্রথম ছবি ‘রিফিউজি’ মুক্তি পেয়েছিল’।
‘রিফিউজি’ ছবির পরিচালক এবং শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ জানান অভিষেক। ‘আপনারা না থাকলে আজকে আমি আজকের এ অবস্থানে আসতে পারতাম না’-এভাবেই বলেন তিনি।
সেইসাথে কারিনাকে ধন্যবাদ জানান বিশেষভাবে। ‘ধন্যবাদ কারিনা, তুমি আমার প্রথম সহশিল্পী, দারুণ এক বন্ধু। তুমি সবসময়ই আমার খুব প্রিয়’।
রিফিউজি ছবিতে কারিনা কাপুর অভিনয় করেছিলেন সদ্য জন্মানো বাংলাদেশ থেকে পাকিস্তানে পাড়ি জমানোর চেষ্টারত এক পরিবারের মেয়ে হিসেবে। তাদের যাত্রাপথের মাঝে ভারত। অভিষেক বচ্চন ছিলেন এক রহস্যময় আগন্তুক, শরণার্থীদের সাহায্য করাই ছিল তার কাজ।