এমরান-বিদ্যার ‘হামারি আধুরি কাহানি’
গল্পটা মহেশ ভাটের একান্ত। একদম জীবন থেকে নেওয়া। নিজের জীবন কাহিনীর চিত্রায়ন নিজে তো করা যায় না, তাই ভার নিলেন প্রযোজনার। পর্দায় থাকবেন বলিউডের দুই ডাকসাইটে তারকা এমরান হাশমি ও বিদ্যা বালান।
ছবির নাম ‘হামারি আধুরি কাহানি’। এনডিটিভির খবর থেকে জানা গেল, এরই মধ্যে ছবি মুক্তির ঘোষণা দিয়েছেন মহেশ ভাট স্বয়ং।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেই ছবির প্রথম ঝলক দেখিয়ে দিয়েছেন বলিউডের এই বর্ষীয়ান প্রযোজক-পরিচালক। বিদ্যার চোখে অশ্রু, তাঁকে ধরে রয়েছেন এমরান। এই ছবির সাথে মহেশের টুইট- ‘প্রথম ঝলক। হামারি আধুরি কাহানি, নিষিদ্ধ অথচ এক খাঁটি প্রেমের গল্প যা স্বর্গীয় অনুভূতিকে স্পর্শ করবে...।’
মহেশ ভাটের মা-বাবা অর্থাৎ নানাভাই ভাট, শিরিন মোহাম্মদ আলী আর সৎ মায়ের ভালোবাসার বিচিত্র কাহিনীর আখ্যান ‘হামারি আধুরি কাহানি’। এই ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো একসাথে অভিনয় করছেন এমরান হাশমি ও বিদ্যা বালান। ২০১১ সালের তুমুল আলোচিত ছবি ‘দ্য ডার্টি পিকচার’ এবং ২০১৩ সালের ‘গানচক্কর’-এর পর আবারও জুটি বাঁধলেন তাঁরা।
এমরান-বিদ্যার পাশাপাশি এ ছবিতে আরো অভিনয় করছেন রাজকুমার রাও। ছবিতে তাঁর ভূমিকা থাকবে বিদ্যার স্বামী হিসেবে। কলকাতা, দুবাই ও কেপটাউনে হয়েছে এ ছবির শুটিংয়ের কাজ।
মহেশ ভাট প্রযোজিত এই ছবিটির পরিচালনায় থাকছেন ‘আশিকী ২’, ‘এক ভিলেন’, কলিযুগ’-এর মতো সফল ছবির পরিচালক মোহিত সুরি। এ বছরের জুন মাসের ১২ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।