কঠোর অবস্থানে ‘চলচ্চিত্র পরিবার’
বাংলাদেশে যৌথ প্রযোজনার ছবি ‘বস-২’ ও ‘নবাব’ প্রদর্শনের অনুমতি দেওয়ায় কঠোর অবস্থান নিয়েছে শিল্পী ও কলাকুশলীদের সংগঠন ‘চলচ্চিত্র পরিবার’। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভা-সমাবেশ বর্জনেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) পরিচালক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অবস্থানের কথা জানান চলচ্চিত্র পরিবারের সদস্য ও পরিচালক মুশফিকুর রহমান গুলজার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গুলজার। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
যৌথ প্রযোজনাকে ‘যৌথ প্রতারণা’ আখ্যা দিয়ে গত রোববার এফডিসির সামনে অবস্থান ধর্মঘটে বসেন চলচ্চিত্রসংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা। পরে তাঁরা সেন্সর বোর্ড ঘেরাও করেন। এরপর তথ্যমন্ত্রী আন্দোলনকারীদের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন। ছবি দুটির ব্যাপারে তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেন। সোমবার লিখিত অভিযোগ দেওয়ার পরও তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর মঙ্গলবারও সেন্সর বোর্ড ঘেরাও করেন শিল্পী-কলাকুশলীরা। একই দিনে সেন্সর বোর্ড ছবি দুটি দেখে। এর পর বুধবার ছবিগুলো বাংলাদেশে প্রদর্শনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার এফডিসিতে সক্রিয় ১৪ সংগঠনের সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন গুলজার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একদিকে তথ্যমন্ত্রী দুটি চলচ্চিত্রের বিষয়ে লিখিতভাবে অভিযোগ দিতে বলেন, অন্যদিকে তিনি সেন্সর বোর্ডকে ছবিটি প্রদর্শনের অনুমতি দিতে বলেন। শুধু কালক্ষেপণ করতেই তিনি লিখিত অভিযোগ দিতে বলেছিলেন।
গুলজার বলেন, এর আগেও যৌথ প্রযোজনার অনেক ছবি বাংলাদেশে মু্ক্তি পেয়েছে। চলচ্চিত্র পরিবার মনে করছে, এই অনিয়মগুলোর সঙ্গে মন্ত্রী নিজে যুক্ত। তাই শিল্পী ও কলাকুশলীদের পক্ষ থেকে তাঁরা মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।
এর আগে লিখিত বক্তব্যে গুলজার বলেন, “কিন্তু দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য জাতির, প্রজাতন্ত্রের একজন পতাকাবাহী সরকারের নির্বাহী সদস্য তথা একজন মন্ত্রী সংবিধান ও শপথ ভঙ্গ করে ক্ষমতার সুস্পষ্ট অপপ্রয়োগের মাধ্যম সমস্ত আইন এবং রীতিনীতি ভঙ্গকারী একটি দেশীয় প্রতিষ্ঠানের আড়ালে ভিনদেশী পৃষ্ঠপোষকের পক্ষে স্বৈরাচারী কায়দায় সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে পদদলিত করে ‘বস-২’ এবং ‘নবাব’ নামক ভারতীয় দুটি চলচ্চিত্রকে আমাদের স্বাধীন দেশে মুক্তির পথ সুগম করেছেন, যা সরাসরি অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”
‘সুতরাং আমরা মনে করি, এমন দুর্নীতিগ্রস্ত তথ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্য-বিষয়টি আমাদের কাছে বিব্রতকর।’
গুলজার আরো বলেন, ‘…চলচ্চিত্র শিল্পের সকল সংগঠন জনাব হাসানুল হক ইনুর সকল সভা-সমাবেশ বর্জন ও তাঁর সকল আদেশ-নির্দেশ অমান্যের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সাথে ইনু সাহেবকে স্মরণ করিয়ে দিচ্ছি, এখন ৭৫ সাল নয়, এখন ২০১৭।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা ফারুক, আলমগীর, মিশা সওদার, অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, পপি, মুনমুন, নাসরিন, পরিচালক মোহাম্মদ হোসেন জেমি, বদিউল আলম খোকন প্রমুখ।