এবারও ঈদে থাকছেন হুমায়ূন আহমেদ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/16/photo-1437036258.jpg)
ঈদ মানেই হুমায়ূন আহমেদের নাটক। তিনি নেই, কিন্তু তাঁর সৃষ্টি আছে। তাই এবারের ঈদেও থাকছেন হুমায়ূন আহমেদ, তাঁর সৃষ্টির মাধ্যমে। ঈদ উপলক্ষে এই কথাসাহিত্যিকের সৃষ্টির ওপর ভিত্তি করে নির্মিত একটি নাটক ও টেলিফিল্ম প্রচার করবে চ্যানেল আই।
‘তিথির নীল তোয়ালে’ উপন্যাস থেকে তৈরি হয়েছে নাটক, এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। এতে তিথির নামভূমিকায় অভিনয় করেছেন নতুন মুখ যোহরা ইতিশা। নাটকে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, মীর সাব্বির, ঝুনা চৌধুরী, নৌমিতা দাস প্রমুখ। নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে।
অন্যদিকে, ঈদ উপলক্ষে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘প্রিয় পদরেখা’ শিরোনামে একটি টেলিফিল্ম। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইব্রাহীম। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন ইরেশ যাকের, জয়ন্ত চট্টোপাধ্যায়, ঝুনা চৌধুরী, শবনম ফারিয়া, মুনিরা মিঠু, নুসরাত, ইয়ান হুয়া, জুয়েল রানা প্রমুখ। এটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন বিকেল ২টা ৩০ মিনিটে।