ঈদে দর্শকদের জন্য ৬৬টি চলচ্চিত্র
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/18/photo-1437208938.jpg)
প্রতি ঈদেই বাংলাদেশের সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের দর্শকদের জন্য চলচ্চিত্র প্রদর্শনের একটা প্রতিযোগিতা থাকে। তেমনি এবারও ঈদ উপলক্ষে এক সপ্তাহ ধরে প্রচারিত করা হবে ৬০টি চলচ্চিত্র।
এনটিভিতে সাত ছবি
ঈদুল ফিতর উপলক্ষে এনটিভিতে রয়েছে সাত দিনব্যাপী বিশেষ আয়োজন। প্রতিদিন সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে জনপ্রিয় সিনেমা। ঈদের দিন প্রচারিত হবে শাকিব খান, আঁচল ও অমিত হাসান অভিনীত ‘ফাঁদ’। দ্বিতীয় দিন প্রচারিত হবে শাকিব খান, মিম ও মিশা সওদাগর অভিনীত ‘আমার প্রাণের প্রিয়া’। তৃতীয় দিন প্রচারিত হবে বাপ্পী ও আঁচল অভিনীত ‘কী প্রেম দেখাইলা’। চতুর্থ দিন প্রচারিত হবে আমিন খান, রোমানা, ডিপজল ও রেসি অভিনীত ‘স্বামী ভাগ্য’। পঞ্চম দিন প্রচারিত হবে মান্না ও ঋতুপর্ণা অভিনীত ‘দেশ দরদী’। ষষ্ঠ দিন প্রচারিত হবে রিয়াজ, পূর্ণিমা ও আমিন খান অভিনীত ‘লোভে পাপ পাপে মৃত্যু’। সপ্তম দিন প্রচারিত হবে শাকিব খান, অপু বিশ্বাস ও দীঘি অভিনীত ‘তোর কারণে বেঁচে আছি’।
এটিএন বাংলায় ছয় ছবি
প্রতিবারের মতো এটিএন বাংলা ছয় দিনব্যাপী ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত করবে। ছয়টি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি প্রচারিত হবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে। ঈদের দিন প্রচারিত হবে ‘জান আমার জান’ প্রচারিত হবে। এম বি মানিক পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, সুচরিতা, আদিল, মিশা সওদাগর প্রমুখ। পরের দিন প্রচারিত হবে ‘পুত্র এখন পয়সাওয়ালা’। ড. মাহফুজুর রহমানের কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন নারগিস আক্তার। অভিনয় করেছেন- ববিতা, ফারাহ রুমা, ওমার আয়াজ অনি, শায়না, ইমন, মিশা সওদাগর, নতুন, কাবিলা প্রমুখ। তৃতীয় দিন প্রচারিত হবে ‘সর্বনাশা ইয়াবা’। কাজী হায়াৎ পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ, প্রসূন আজাদ, শাহলা ইসলাম, তমা, মেহমুদ, গুলশানা আরা, জিয়া ভিমরুল, হাবিব খান আশরাফ প্রমুখ। চতুর্থ দিন প্রচারিত হবে ছায়াছবি ‘বৃহন্নলা’। ‘ফিল্মহকার’ ও ‘এটিএন বাংলা’র যৌথ প্রযোজনায় ছবিটির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা এবং ফেরদৌস। মুরাদ পারভেজের পরিচালনায় আরো অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, দিলারা জামান, ড. এনামুল হক, ঝুনা চৌধুরী, কেএস ফিরোজ ও মানস বন্দ্যোপাধ্যায়। পঞ্চম দিন প্রচারিত হবে ‘হায় প্রেম হায় ভালোবাসা’। নজরুল ইসলাম খানের পরিচালনায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মিশা সওদাগর, মিজু আহমেদ প্রমুখ। ষষ্ঠদিন প্রচারিত হবে ‘ডেয়ারিং লাভার’। বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।
একুশে টিভিতে ছয় ছবি
ঈদে একুশে টেলিভিশনে থাকছে ছয়দিনব্যাপী অনুষ্ঠানমালা। প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় প্রচারিত হবে জনপ্রিয় চলচ্চিত্র। চলচ্চিত্র বাছাইয়ে প্রধান্য পেয়েছেন শাকিব ও অপু জুটি। ঈদের দিন প্রচারিত হবে সাফি ইকবাল পরিচালিত এবং শাকিব খান, অপু বিশ্বাস, সুচরিতা ও আহমেদ শরীফ অভিনীত ‘তোমার জন্য মরতে পারি’। দ্বিতীয় দিন প্রচারিত হবে জাকির হোসেন রাজুর পরিচালিত ‘মনে প্রাণে আছো তুমি’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাকসহ অনেকে। তৃতীয় দিন প্রচারিত হবে বাপ্পি, ববি, রিনা খান, আফজাল শরীফ অভিনীত এবং রাজু চৌধুরী পরিচালিত ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’। চতুর্থ দিন প্রচারিত হবে শাকিব খান, অপু বিশ্বাস, আলীরাজ ও সুজাতা অভিনীত এবং শাহিন সুমন পরিচালিত ‘তুমি আমার প্রেম’। পঞ্চম দিন প্রচারিত হবে জি. সরকার পরিচালিত ‘ছোট্ট একটা ভালোবাসা’। অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, অমিত হাসান ও সিমলা। ষষ্ঠ দিন প্রচারিত হবে ‘মায়ের অধিকার’। শিবলী সাদিকের পরিচালনায় অভিনয় করেছেন সালমান শাহ, শাবনাজ, আলমগীর, ববিতা, হুমায়ুন ফরিদীসহ আরো অনেকে।
মাছরাঙা টেলিভিশনে ছয় ছবি
ঈদ অনুষ্ঠানমালায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ছয়টি চলচ্চিত্র। প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে জনপ্রিয় সিনেমাগুলো। এতে প্রাধান্য পেয়েছেন শাকিব, অনন্ত, অপু বিশ্বাস ও বর্ষা। ঈদের দিন প্রচারিত হবে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ (অনন্ত, বর্ষা)। দ্বিতীয় দিন প্রচারিত হবে ‘অন্তরে আছ তুমি’ (শাকিব খান, অপু বিশ্বাস)। তৃতীয় দিন প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জটিল প্রেম’ (বাপ্পী, আঁচল)। চতুর্থ দিন প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম’ (অনন্ত, বর্ষা)। পঞ্চম দিন প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেমিক নাম্বার ওয়ান’ (শাকিব খান, অপু বিশ্বাস)। ষষ্ঠ দিন প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কোটি টাকার প্রেম’ (শাকিব খান, অপু বিশ্বাস)।
চ্যানেল নাইনে নয় ছবি
ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল নাইনে প্রচারিত হবে নয়টি বাংলা সিনেমা। বাণিজ্যিক ও আর্ট হাউস ঘরানার সিনেমার সমন্বয় ঘটেছে চ্যানেলটির আয়োজনে। জেনে নিন এক নজরে— ঈদের দিন রাত ১১ট ৩৫ মিনিটে প্রচারিত হবে `ঢাকার কিং’, পরিচালনায় সাফিউদ্দিন সাফি, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, নিপুন প্রমুখ। দ্বিতীয় দিন রাত ১১ টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘এই তো প্রেম’, পরিচালনায় সোহেল আরমান, অভিনয়ে শাকিব খান, বিন্দু। তৃতীয় দিন রাত ১১টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘কিস্তিমাত’, পরিচালনায় আশিকুর রহমান, অভিনয় আরেফিন শুভ, আঁচল, মিশা সওদাগর প্রমুখ। চতুর্থ দিন সকাল সাড়ে ১০টায় ‘তুমি আমার স্বামী’, পরিচালনায় মনতাজুর রহমান আকবর, অভিনয়ে রাজ্জাক, কবরী, রিয়াজ, পূর্ণিমা প্রমুখ। রাত ১১টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘রাবেয়া’, পরিচালনায় তানভীর মোকাম্মেল, অভিনয়ে আলী যাকের, তৌকির আহম্মেদ, বন্যা মির্জা। পঞ্চম দিন সকাল সাড়ে ১০টায় প্রচারিত হবে ‘লাল সালু’, পরিচালনায় তানভীর মোকাম্মেল, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, চাঁদনী, রওশন জামিল। রাত ১১টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, পরিচালনা জাকির হোসেন রাজু, অভিনয়ে শাবনুর, রিয়াজ, পুর্ণিমা প্রমুখ। ষষ্ঠ দিন সকাল সাড়ে ১০টায় প্রচারিত হবে ‘সোনার ময়না পাখি’, পরিচালনায় আনোয়ার সিরাজী, অভিনয়ে ফেরদৌস, মৌসুমী, প্রবীর মিত্র। রাত ১১টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘লালন’, পরিচালনায় তানভীর মোকাম্মেল, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, শমী কায়সার, আজাদ আবুল কালাম।
বৈশাখী টেলিভিশনে সাত ছবি
ঈদ উপলক্ষে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে সাত দিনের বিশেষ অনুষ্ঠানমালার। প্রতিদিন থাকছে বাংলা চলচ্চিত্র। এতে প্রাধান্য পেয়েছেন শাকিব-অপু জুটি। এ ছাড়া প্রচারিত হবে সালমান-মৌসুমী জুটির সিনেমা। ঈদের দিন সকাল সাড়ে ১০টায় প্রচারিত হবে ‘অন্তরে অন্তরে’। পরিচালনা শিবলী সাদিক, অভিনয়ে সালমান শাহ ও মৌসুমী। দ্বিতীয় দিন সকাল ১০টা ৩৫ মিনিটে টিভি প্রিমিয়ার হবে ‘প্রেম করব তোমার সাথে’ চলচ্চিত্রের। পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব। অভিনয়ে করেছেন জায়েদ খান, মম, আনিসুর রহমান মিলন ও মিশা সওদাগর। এর পর প্রতিদিন সকাল ১০টা ৫০ মিনিটে নির্ধারিত সিনেমা প্রচারিত হবে। তৃতীয় দিন প্রচারিত হবে ‘সন্তান আমার অহংকার’। পরিচালনা করেছেন শাহীন সুমন, অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। চতুর্থ দিন প্রচারিত হবে চলচ্চিত্র ‘মা আমার স্বর্গ’। পরিচালনা করেছেন শাহীন সুমন, অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা ও ববিতা। পঞ্চম দিন প্রচারিত হবে ‘মন ছুঁয়েছে মন’। পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক, অভিনয়ে রিয়াজ, শাবনুর ও ফেরদৌস। ষষ্ট দিন প্রচারিত হবে ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, পরিচালনায় শাহাদৎ হোসেন লিটন, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস ও অমিত হাসান। সপ্তম দিন প্রচারিত হবে ‘মন যেখানে হৃদয় সেখানে’। পরিচালনা করেছেন শাহীন সুমন। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, নীরব, ববিতা ও রত্না।
আর টিভি ১৪ ছবি
চ্যানেলটি প্রতিদিন দুটি করে ছবি প্রচার করবে। সকাল ১০টা এবং দুপুর ২টা ১৫ মিনিটে প্রচারিত হবে ছবিগুলো।
ঈদের দিন সকাল ১০টায় প্রচারিত হবে ’মা আমার স্বর্গ’। ঈদের দিন দুপুর ২টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘মনের মাঝি তুমি’। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টায় প্রচারিত হবে ‘সে আমার মন কেড়েছে’। ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’। ঈদের তৃতীয় দিন সকাল ১০টায় প্রচারিত হবে ‘বাবা’। ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘নাম্বার ওয়ান শাকিব খান’। ঈদের ৪র্থ দিন সকাল ১০টায় প্রচারিত হবে ‘রঙিন রসের বাইদানি’। ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘আমি জেল থেকে বলছি’। ঈদের পঞ্চম দিন সকাল ১০টায় প্রচারিত হবে ‘কঠিন বাস্তব’আর দুপুর ২টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘মোল্লা বাড়ির বউ’। ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টায় প্রচারিত হবে ‘ভালোবাসি দিবি কি না বল’ আর দুপুর ২টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘গরিবের ভাই’। ঈদের সপ্তম দিন সকাল ১০টায় প্রচারিত হবে ‘রোমিও ২০১৩’আর দুপুর ২টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘কুসুম কুসুম প্রেম’।
ঈদে বাংলাভিশনে ছয় ছবি
ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে ছয়টি ছবি। এগুলো হচ্ছে ‘বলো না কবুল’ (অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, সিলভী- প্রচারিত হবে সকাল ১০:১০), ‘বউ শাশুরির যুদ্ধ’ (অভিনয়ে ফেরদৌস, শাবনূর- ঈদের দ্বিতীয় দিন সকাল ১০:১০), ‘যদি বউ সাজোগো’ (অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস- প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০:১০), জীবনের চেয়ে দামি (অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা- প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০:১০), ‘স্বপ্নের ঠিকানা’ (অভিনয়ে সালমান শাহ, শাবনূর- প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০:১০) এবং ‘স্বামী-স্ত্রীর ওয়াদা’ (অভিনয়ে শাকিব খান, শাবনূর- প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০:১০)।
চ্যানেল আইয়ে পাঁচ ছবি
পবিত্র ঈদুল ফিতরে পাঁচটি চলচ্চিত্রের প্রথম টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার দিবে চ্যানেল আই। চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্পে প্রথম নির্মিত চলচ্চিত্র ‘অমি ও আইসক্রিম’অলা’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারিক আনাম, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিছিল, খন্দকার বাপ্পি, আগুন প্রমুখ। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদুল ফিতরের পঞ্চমদিন সকাল ১০টা ৩০ মিনিটে।
চলচ্চিত্র নদীজনের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদুল ফিতরের দিন বিকেল ২টা ৩০ মিনিটে। কাহিনী : শেখ জহিরুল হক। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। অভিনয়ে তমা মির্জা, প্রাণ রায়, মামুনুর রশীদ, শর্মীমালা, সাগর, নিরব, শফিক মনা, রিফাত চৌধুরী, বিপ্লব প্রসাদ, মামুন চৌধুরী রিপন, শেখ মহিউদ্দিন প্রমুখ।
বাংলায় ডাবকৃত শিশুতোষ চলচ্চিত্র ‘বেবিস ডে আউট’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। ছবিটি পরিচালনা করেছেন পেট্রিক রেড জনসন।
চলচ্চিত্র ‘এক কাপ চা’। নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শাকিব খান, রাজ্জাক, হুমায়ূন ফরিদী প্রমুখ। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে।
চলচ্চিত্র ‘কী দারুণ দেখতে’। পরিচালনা করেছেন ওয়াজেদ আলি সুমন। অভিনয়শিল্পীরা হলেন বাপ্পী, মাহী, ওয়াহিদা মল্লিক জলি, মিশা সওদাগর, সোহেল খান, ডা. এজাজ প্রমুখ। ওয়াল্ড প্রিমিয়ার হবে ঈদের চতুর্থদিন সকাল ১০টা ৩০ মিনিটে।