ভালোবাসা দিবসে ‘এসো না’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/15/photo-1423978862.jpg)
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে তাহসানের নতুন গান 'এসো না'। সুস্মিতা বিশ্বাস সাথীর কথায় আর প্রবাসী সঙ্গীত পরিচালক নাগিব হকের সুর ও সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।
একক এই গানটি শোনা যাবে অনলাইনে। আইটিউনস, ইউটিউনস, মিলেবেল এবং কেনেটিক মিউজিক স্টোরে পাওয়া যাবে গানটি। গানটি প্রযোজনা করেছে নতুন অডিও প্রতিষ্ঠান জাদুঘর।
'এসো না' গানটি সম্পর্কে সঙ্গীত পরিচালক নাগিব বলেন, 'এই গান একবারেই অন্য ধাঁচের। গানটিতে তাহসানকে নতুন করে খুঁজে পাবেন শ্রোতারা’।তিনি আরো জানান, ‘শিগগিরই এই প্রজেক্টের আওতায় মুক্তি পাবে মেহরীন, তাসিনসহ আরো বেশ কয়েকজন শিল্পীর একক গান।
তাহসান এনটিভি অনলাইনকে বলেন, “আমি ভালোবাসা দিবসে ‘এসো না’ গানটি নিজেই বার বার শুনেছি। দারুণ লেগেছ আমার গানটিতে কণ্ঠ দিয়ে।’ এই গান শ্রোতাদেরও মন জয় করবে বলে বিশ্বাস রাখেন তিনি। একইসাথে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এনটিভি অনলাইনের পাঠকদের।