আবারও রবীন্দ্রনাথের নায়িকা মুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/28/photo-1438079685.jpg)
‘অভিনয় করার নেশা ছিল আমার ছোটবেলা থেকে। কবিগুরু রবীন্দ্রনাথের লেখার ভীষণ ভক্ত আমি। তবে কখনো ভাবিনি তাঁর লেখা গল্পের চরিত্রে অভিনয়ের সুযোগ পাব। দ্বিতীয় বারের মতো সুযোগটা পেয়ে আমি আনন্দিত। আমার মেধা দিয়ে যতটুকু অভিনয় করা সম্ভব আমি করেছি’- কথাগুলো এভাবে বললেন ভিট তারকা জান্নাতুন নূর মুন।
সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নিশীথে’ ছোট গল্পের ‘মনোরমা’ চরিত্রে অভিনয় করেছেন মুন। নাটকটি পরিচালনা করেছেন সতীর্থ রহমান। নাটকটিতে শাহেদ শরীফ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। নাটকটি আগামী ২২ শ্রাবণ (৬ আগস্ট) কবিগুরুর প্রয়াণ দিবসে চ্যানেল আইতে প্রচারিত হবে।
এর আগে মুন রবীন্দ্রনাথের ছোট গল্প অবলস্বনে ‘পয়লা নম্বর’ নাটকে অভিনয় করে সুনাম অর্জন করেছেন। সেখানে জয়ন্ত চট্টোপাধ্যয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
সাহিত্যধর্মী নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন মুন। বিশেষ দিবসগুলোতে এ ধরনের চরিত্রে নিয়মিত কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।
বর্তমানে মুন পরিবারের সঙ্গে কক্সবাজারে অবকাশযাপন করছেন। আগামী ৭ আগস্ট ‘অর্কিড’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে থাইল্যান্ডে যাবেন তিনি। ফিরবেন ১৭ আগস্ট। ফেরার পর বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করবেন বলে জানান মুন।