আজ ‘ভালো আমাকে বাসতেই হবে’

আলী আজাদ পরিচালিত ‘ভালো আমাকে বাসতেই হবে’ অবশেষে আজ মুক্তি পাচ্ছে। বাংলাদেশের ৩৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। এর আগে দুবার ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছিল।
‘ভালো আমাকে বাসতেই হবে’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করছেন নবাগত নায়িকা অনন্যা ও নবাগত নায়ক সীমান্ত। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ২৭ ফেব্রুয়ারি। কিছু অশ্লীল দৃশ্যের অভিযোগে পুলিশ ২৬ ফেব্রুয়ারি ছবিটি জব্দ করে। এ কারণে সে সময়ে ছবিটি মুক্তি পায়নি।
এ বিষয়ে জানতে চাইলে পরিচালক আলী আজাদ বলেন ‘এটা আসলে ঠিক নয়। অন্য একটি ছবির প্রযোজক আমাদের ছবি যেন মুক্তি না পায়, সে জন্য পুলিশ দিয়ে হেনস্তা করেছে। আমাদের ছবিতে কোনো অশ্লীল দৃশ্য নেই।’
এর আগে ‘দাঁড়াও কথা আছে, ভালো আমাকে বাসতেই হবে, জোরছে বলো...’ এসব কথা লেখা একটি পোস্টারের কারণে আলোচনায় আসে ছবিটি। অলিগলি, বাসের পেছনে, রাজপথের দেয়ালে এমনকি বৈদ্যুতিক খুঁটি দখল করে রাখা এই পোস্টারে লেখা ছিল, ‘দাঁড়াও কথা আছে...আমি চলচ্চিত্রে একজন নতুন নায়িকা অনন্যা- ভালো আমাকে বাসতেই হবে ছবিটি নিয়ে খুব শিগগির আসছি তোমাদের হৃদয়ের কাছাকাছি, ছবিটি দেখো কিন্তু- ছবিটি না দেখলে বলবে ইস্ ছবিটি কেন দেখলাম না, থাকব কাছে, থাকব পাশে, ভালো আমাকে বাসতেই হবে, জোরছে বলো...’
নায়িকা অনন্যা ছবিটি সম্পর্কে বলেন, ‘আমি বড় হয়েছি পাবনার ঈশ্বরদীতে। তখন থেকে আমি নাচ ও অভিনয় করতাম। এটা আমার অভিনীত প্রথম ছবি। দর্শকদের শুধু এটুকু বলতে চাই, আপনারা সিনেমা হলে এসে ছবিটি দেখলে ভালো আমাকে বাসতেই হবে।’ আর ছবির প্রচারণার জন্যই এমন অভিনব পোস্টার করা হয়েছে বলে জানান নায়িকা।
পরিচালক আলী আজাদ বলেন, ‘আমাদের চলচ্চিত্রের মূল বিষয় প্রেম, এই প্রেম নিয়ে অনেক ছবি হয়েছে। আমাদের ছবির প্রেমটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। ভালো আমাকে বাসতেই হবে মানে আমরা জোর করছি না, আমরা বলছি প্রেম আমরা আদায় করে নেব আমাদের প্রেম দিয়ে।’
‘ভালো আমাকে বাসতেই হবে’ ছবির পোস্টারে শুধু নায়িকা অনন্যা কেন? এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, ‘আমাদের মূল নায়িকা অনন্যা। তাকে কেউ চেনে না, অনন্যাকে যেহেতু আমরা প্রথম নিয়ে আসছি, তাঁকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এই দায়িত্ব থেকেই আমরা এই পোস্টার করেছি।’
তারকাদের নিয়ে কাজ না করা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘রিয়াজ, শাবনূরকে এই ছবিতে নেওয়ার কথা ছিল। তার আগে শাকিব খানের সাথেও কথা হয়েছিল। শাকিব খানের সাথে ছবি করা সম্ভব নয় কারণ তিনি যে পরিমাণ পারিশ্রমিক নেন তাতে টাকা তুলতে পারব না। আর শাবনূর, রিয়াজ- তাঁদের পারিশ্রমিকও অনেক। পরে চিন্তা করলাম নতুনদের নিয়ে কাজ করব।’
মোহাম্মদ মহসিন হাওলাদার প্রযোজিত ছবিটি আজ ৩৬টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে।