পর্নোবিরোধী পদক্ষেপে সানির বিচিত্র প্রতিক্রিয়া
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/05/photo-1438766165.jpg)
৮৫৭টি পর্নোসাইট ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। সোজা কথায়, আন্তঃজালের দুনিয়ায় নীলছবির অস্তিত্ব রাখতে চায় না দেশটির সরকার। এ নিয়ে রীতিমতো সোচ্চার হয়েছেন তারকারাও। অনেকেরই আগ্রহ ছিল, সানি লিওন এ নিয়ে কিছু বলবেন কি না! মিস মালিনীর খবরে পাওয়া গেল, সরাসরি কিছু না বলে বিচিত্র কায়দায় প্রতিক্রিয়া জানিয়েছেন এই সাবেক পর্নোস্টার।
না, এই পদক্ষেপের পক্ষে বা বিপক্ষে একটি শব্দও উচ্চারণ করেননি সানি। হাজার চেষ্টা করলেও বলিউডে তাঁর অতীত পরিচয় মুছবে না, এমন আফসোস তিনি নিজেই করেছেন। কাজেই এ বিষয়ে সরাসরি মন্তব্য করেননি মোটেও। তবে বেশ কৌশলীভাবে নিজের মতামত দিয়েছন।
আজই টুইটারে একটি ছবি পোস্ট করেছেন সানি। হাসিখুশি আর অন্তরঙ্গ এই ছবিতে সানির পাশেই স্বামী ড্যানিয়েল ওয়েবার। দুজনের পোশাক-আশাকও ভদ্রস্থই বলা যায়। শুধু ড্যানিয়েলের টি-শার্টে ডিজাইন করে লেখা, ‘সেক্স সেলস’! এর মানে আপনি পড়তে পারেন যৌনতা বিকোয়। ইংরেজি ওই লেখাতে আবার ‘এস’ অক্ষরটি মার্কিন ডলারের আদতে লেখা! ছবির নিচে চোখ টিপ দেওয়ার ইমোটিকন দিয়েছেন শুধু সানি।
এদিকে, বরাবরের মতো এ বিষয় নিয়েও ‘স্পেশাল’ মন্তব্য করেছেন ভারতের স্বঘোষিত ‘সুপারস্টার’ কামাল আর খান। ‘যদি সানি লিওনকেই ভারত থেকে নিষিদ্ধ এবং বিতাড়িত করা না হয়, তাহলে পর্নো নিষিদ্ধ করা হয় কীভাবে? এর মানে হচ্ছে, সরকার মানুষকে বোকা বানাচ্ছে, ধোঁকাবাজি করছে।’ কামাল আর খানের মন্তব্য নিয়ে অবশ্য সানি কিছু বলেননি এখনো।