রজনীকান্তের নায়িকা রাধিকা আপ্তে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/06/photo-1438858642.jpg)
সুসময়ের স্বাদটা ভালোই টের পাচ্ছেন রাধিকা আপ্তে। ‘বদলাপুর’-এর পর সুজয় ঘোষের ‘অহল্যা’। রাধিকাকে এ সময়ের ‘সেনসেশন অব দ্য টাউন’ বললে ভুল হবে কি? একদম নয়! ক্যারিয়ারের সেরা প্রাপ্তি বুঝি এবারই হতে যাচ্ছে রাধিকার। ভারতীয় ছবির প্রবাদপুরুষ, সুপারস্টার রজনীকান্তের সঙ্গে এবারে জুটি বাঁধতে যাচ্ছেন এই অভিনেত্রী। এনডিটিভির খবরে আরো জানা গেল, বেশ ‘শক্তিশালী’ চরিত্রেই অভিনয় করবেন রাধিকা।
এ ছবির এখনো নাম ঠিক করা হয়নি। রজনীকান্তের ক্যারিয়ারে ১৫৯তম ছবি হতে যাচ্ছে এটি। যে ছবির নায়ক রজনীকান্ত, সেই ছবি নিয়ে আলোচনা কিংবা সেই ছবি সুপারহিট হতে আর কী-ই বা লাগে! রজনীকান্ত মানেই তো অবধারিতভাবে ‘ওয়ান ম্যান শো’! সে যা-ই হোক, রাধিকা কিন্তু কেবল রজনীর পাশে ছায়া হয়ে থাকছেন না এই ছবিতে।
লম্বা সময় ধরে রজনীকান্তের ছবিতে নায়িকাদের উপস্থিতি কেবল একটু গ্ল্যামার আর নাচ-গানের জন্যই, এ কথা বলা যায়। এই তত্ত্বের বিপরীতেও অবশ্য আবির্ভূত হতে পেরেছেন কিছু নায়িকা। যেমন ‘পাড়াইয়াপ্পা’ ছবিতে রামাইয়া কৃষ্ণন, ‘চন্দ্রমুখী’তে জ্যোতিকা কিংবা ‘এন্ধিরান’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন।
রাধিকা ছবি নিয়ে বিস্তারিত কিছু না বললেও জানিয়েছেন, তাঁর চরিত্রের আলাদা গুরুত্ব রয়েছে ছবিতে। নেহাত গ্ল্যামার-সর্বস্বরূপে দেখা দেবেন না তিনি। ধারণা করা হচ্ছে, এ ছবিতে রজনীকান্ত এক দুর্ধর্ষ গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
ছবিটি প্রযোজনা করবেন কালাইপুলি এস ধনু। এ বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়ায় ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।