নিরবের ‘রাঙা মন’ প্রচারে ছিল নীরব

আজ মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘রাঙা মন’। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক নিরব ও সিলভী। জাকির খান পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে হাতেগোনা কয়েকটি হলে, আর ছিল না তেমন প্রচার। এই বিষয়টি নিয়ে কথা হলো ছবির নায়ক নিরবের সঙ্গে।
নিরব এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি যখন ছবিটি করেছিলাম তখন ২০১১ সাল, সে সময়ের সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। আমিও শিল্পী হিসেবে চেষ্টা করেছি ভালো কিছু করতে। তখন সবার হাতে হাতে মোবাইল থাকলেও ইন্টারনেট অতটা অ্যাভেইলেবল ছিল না। বলতে গেলে টেলিভিশন আর সিনেমা হলই ছিল মানুষের বিনোদনের মাধ্যম। কিন্তু সময়টা এখন একটু ভিন্ন।’
তা ছাড়া ছবিটি নিয়ে প্রযোজকও তেমন প্রচার করেননি বলে জানালেন নিরব। সাত বছর আগের ছবি বলেই এমন অনীহা, যোগ করেন নিরব। তারপরও ছবিটি কি এখন মানুষ দেখবে, এমন প্রশ্নের উত্তরে নিরব বলেন, ‘এত পরে ছবিটি মুক্তি পাচ্ছে যে সময়টা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ, এখন মানুষ হাতে ইন্টারনেট নিয়ে ঘোরেন। সারা বিশ্বে যখন যেখানে যা হচ্ছে, তা দেখেন। বিনোদনের কথা যদি বলি, তাহলে মানুষ আমাদের ছবির সঙ্গে বিশ্বের অন্য দেশের ছবির মান দেখেন। যে কারণে এই ছবিটি ঠিক এই সময়ের নয়। তবে কেউ যদি ২০১১ সালটা মাথায় নিয়ে ছবিটি দেখেন, তা হলে ভালো লাগবে।’
জানা গেছে, আজ সারা দেশে মোট চারটি হলে ছবিটি মুক্তি পেয়েছে।