সালমানের পরিচয় এখন কয়েদি নম্বর ১০৬
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/06/photo-1522982248.jpg)
কয়েদি নম্বর ১০৬। যোধপুর সেন্ট্রাল জেলে এটাই এখন পরিচয় বলিউড অভিনেতা সালমান খানের। দুই দশকের পুরোনো কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত সালমান খানের বর্তমান ঠিকানা যোধপুর সেন্ট্রাল জেলের দুই নম্বর ব্যারাকের ২ নম্বর সেল।
বৃহস্পতিবার যোধপুর আদালত সাজা ঘোষণা করার পরই পুলিশ সালমান খানকে তাদের হেফাজতে নেয়। আদালতের রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই সালমান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও তৈরি করে পুলিশ। তারপর পুলিশি গাড়িতে করেই বিশেষ নিরাপত্তা দিয়ে সালমানকে নিয়ে যাওয়া হয় যোধপুর সেন্ট্রাল জেলে। আদালতের রায়ের ভিত্তিতেই সালমানকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। আপাতত জামিন না পাওয়া পর্যন্ত সালমান খানকে থাকতে হবে যোধপুর সেন্ট্রাল জেলের অন্দরেই।
এদিকে, সালমান খানকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণার যে নির্দেশ দিয়েছেন আদালত, সেই নির্দেশের বিরুদ্ধে দায়রা আদালতে জামিনের আবেদন পেশ করা হয়েছে বৃহস্পতিবারই। সালমানের পক্ষে তাঁর আইনজীবী জামিনের জন্য আবেদন জানান। শুক্রবার বেলা সাড়ে ১০টায় সেই আবেদনের শুনানি।
তিন বছরের কম সাজা হলে যোধপুর আদালত আজ সালমানকে জামিন দিতে পারতেন। কিন্তু পাঁচ বছরের জেল হওয়ায় সালমান খানকে জামিনের জন্য সেশনস কোর্টে যেতে হবে, যার প্রক্রিয়া অনেকটাই তৈরি রাখা হয়েছে।