জন্মদিনে এমা ওয়াটসনের ১০ অজানা তথ্য

‘হ্যারি পটার’ ছবির হারমিওনি নামটি শুনলেই যার মুখ পর্দায় ভেসে ওঠে তিনি আর কেউ নন ‘বিউটি অ্যান্ড বিস্ট’ খ্যাত তারকা এমা ওয়াটসন। তবে সেই ছোট হারমিওনি এখন আর ছোটটি নেই। আজ নিজের ২৮ তম জন্মদিন পালন করতে যাচ্ছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি জাতিসংঘরে দূত এবং বিশ্বের সুপরিচিত একজন নারীবাদী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এমা। চলুন এমার জন্মদিনে জেনে নিই তাঁর সম্পর্কিত দশটি অজানা তথ্য।
১. এমা ওয়াটসনের পুরো নাম এমা চারলোত্তে ডিউররে ওয়াটসন।
২. যুক্তরাজ্য এবং তুরস্ক দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে তাঁর।
৩. তবে এই দুই দেশের নাগরিকত্ব থাকলেও এমা জন্মগ্রহণ করেন ১৯৯০ সালের ১৫ এপ্রিল ফ্রান্সের রোমান্টিক শহর খ্যাত প্যারিসে।
৪. তাঁর বাবা ক্রিস ওয়াটসন ও মা জ্যাকলিন লুয়েসবাই দুজনেই যুক্তরাজ্যের আইনজীবী।
৫. এমা ওয়াটসনের পাঁচ বছর বয়সে তাঁর বাবা-মার বিচ্ছেদ হয়ে যায়। মা এবং ভাইয়ের সঙ্গে এমা পাড়ি জমান যুক্তরাজ্যে।
৬. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টেজকোচ থিয়েটার অ্যান্ড আর্টস স্কুলের ছাত্রী ছিলেন এমা। সেখানে গান, অভিনয়, নাচের শিক্ষা নেন তিনি।
৭. স্কুলে তাঁর প্রিয় বিষয় ছিল অঙ্কন, ইতিহাস এবং ইংরেজি। সবচেয়ে অপছন্দের বিষয়ের তালিকার ওপর দিকে রয়েছে গণিত এবং ভূগোল।
৮. ‘হ্যারি পটার’-এর হারমিওনি গ্রেঞ্জারের যে চরিত্রটি তাঁকে তারকাখ্যাতি পাইয়ে দিয়েছে সে চরিত্রটির জন্য আটবার অডিশন দিতে হয়েছে তাঁকে।
৯. তবে প্রথম অডিশনেই হারমিওনি গ্রেঞ্জারের চরিত্রের জন্য এমাকে মনে ধরেছিল হ্যারি পটারের স্রষ্টা জে. কে. রাউলিংয়ের।
১০. ‘হ্যারি পটার’ সিরিজের প্রথম ছবি ‘সরসেরার’স স্টোন’ -এ অভিনয়ের সময় তাঁর বয়স ছিল মাত্র ১১ বছর। সে সময় বিশ্বব্যাপী ছবিটি আয় করে ৯৪৭ মিলিয়ন মার্কিন ডলার।