অসহায় শিল্পীদের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির কনসার্ট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/17/photo-1523958230.jpg)
অসহায় শিল্পীদের সাহায্য করতে অর্থ সংগ্রহের জন্য একটি কনসার্টের আয়োজন করেছেন চলচ্চিত্র তারকারা। আগামী শুক্রবার নরসিংদির ড্রিম হলিডে পার্কে বিকেল ৪টায় এই কনসার্টে অংশ নেবেন চলচ্চিত্র তারকারা। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান বলেন, ‘আগামী শুক্রবার আমরা নরসিংদির ড্রিম হলিডে পার্কে একটি কনসার্টে অংশ নেবো। সেখান থেকে অর্থ সংগ্রহ করা হবে অসহায় শিল্পীদের জন্য। আমরা মনে করি এফডিসিতে যারা কাজ করেন তারা আমাদেরই ভাই, বোন, বন্ধু। চোখের সামনেই অনেক শিল্পী সাহায্যের জন্য আসেন, কিন্ত আমাদের কোন ফান্ড না থাকায় সব সময় সবার পাশে দাড়াতে পারিনা।’
জায়েদ খান আরো বলেন, ‘আমাদের শিল্পী সমিতিতে এমন কোন ফান্ড নেই যা দিয়ে আমরা সাধারণ শিল্পীদের পাশে দাড়াতে পারি। এর পরও যখন দেখি আমদের সমিতির কোন সদস্য সদস্যায় পরেছেন তখন আমরা নিজেদের ওপর ভর করে শিল্পীর পাশে দাড়াই। আমাদের সমিতিতে যদি একটা ফান্ড থাকে অসহায় শিল্পীদের জন্য তা হলে আমরা সহজেই তাদের পাশে দাড়াতে পারি। সেজন্যই ফান্ড সংগ্রহের জন্য কনসার্টের আয়োজন করেছি।’
কারা অংশ নেবেন জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘অনুষ্ঠানে আমাদের শিল্পীদের মধ্যে অংশ নেবেনে ডিপজল সাহেব, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, আমিন খান ও আমি। এছাড়া নায়িকাদের মধ্যে অপু বিশ্বাস, পুর্ণিমা, পপির অংশ নেবার কথা রয়েছে। সংগীত শিল্পীরাও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।’
জায়েদ খান আরো বলেন, ‘আসলে চলচ্চিত্রের সাধারণ শিল্পীরা এমনিতে খুব কম টাকা পান। একটি কোটি টাকার ছবিতে যখন মূল শিল্পীই পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে নেন, তখন আর বাকি শিল্পীদের নাম মাত্র টাকা দিয়ে ছবি নির্মাণ করেন পরিচালক প্রযোজক। যে কারণে সাধারন শিল্পীরা আরো বেশি অসহায় হয়ে যান। অনেকটাই দিন মজুরের মতো। তারপর যখন ছবির শুটিং কমে যায়, তখন তারা দিনমজুরি টুকুও পান না।’