এক বছর পর বিজ্ঞাপনচিত্রে শশী
গত বছর জুন মাসে হরলিক্সের একটি বিজ্ঞাপনে শশীর দেওয়া সংলাপ ‘ভাবী, কী কিনছেন?’ বেশ জনপ্রিয়তা পায়। এর পর শশী নাটকে নিয়মিত অভিনয় করলেও বিজ্ঞাপনে কাজ করেননি।
গত বুধবার ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। কিচেন সেলফের একটা পণ্যের বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
নতুন এই বিজ্ঞাপনচিত্র সম্পর্কে শশী বলেন, ‘বিজ্ঞাপনের কনসেপ্টটা অনেক সুন্দর। একজন নতুন বউ কীভাবে তার কিচেনের সেলফ গোছাবে, তা-ই এখানে দেখানো হয়েছে। আসলে বিজ্ঞাপনের ভেতরে চমৎকার একটা গল্প দেখানো হয়েছে। এ জন্য মূলত কাজটা করতে আমি আগ্রহী হয়েছি।’
নতুন এই বিজ্ঞাপনে শশীকে শাড়ি ও মেহেদি হাতে দেখা যাবে। শশী বলেন, ‘ভালো কনসেপ্ট ছাড়া বিজ্ঞাপনে আমি কাজ করতে চাই না। তাই বিজ্ঞাপনে একটু ভেবেচিন্তে কাজ করি।’
সালাউদ্দিন লাভলু পরিচালিত একটি ধারাবাহিক নাটক ছাড়াও বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন শশী। আসছে ঈদে বেশ কিছু নাটকে শশীকে দেখা যাবে। মজবুত গল্প, ভালো সংলাপ, পরিচালক ও ইউনিট বুঝে সব সময় কাজ করেন বলে জানান অভিনেত্রী শশী।