আজ শিমুর বিয়ে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/28/photo-1440758025.jpg)
আজ শুক্রবার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুর বিয়ে। শিমুর বর নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করছেন।
আজ সন্ধ্যায় ঢাকার গুলশানের একটি অভিজাত হোটেলে সুমাইয়া শিমুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পারিবারিকভাবে এই বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানান শিমু।
গেল রোজার ঈদের পরদিন নজরুল ইসলামের সঙ্গে শিমুর আংটি বদল হয়। ২৬ আগস্ট বুধবার তাঁদের গায়ে হলুদ সম্পন্ন হয়। আজ বিয়ের পর আগামীকাল শনিবার ঢাকার নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে সুমাইয়া শিমুর বৌভাতের অনুষ্ঠান হবে।
চলতি বছরে পড়াশোনার জন্য খুব কম কাজ করেছেন সুমাইয়া শিমু। খণ্ড নাটকে দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘লেক ড্রাইভ লেন’ নাটকে সুমাইয়া শিমু অপূর্বের বিপরীতে কাজ করেছেন। এনটিভিতে নাটকটি প্রচারিত হচ্ছে।
সুমাইয়া শিমু বলেন, ‘পড়াশোনার জন্য কাজ অনেক কমিয়ে দিয়েছি। আপাতত পড়াশোনা ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকতে চাই।’
এ মুহূর্তে সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘শৈল্পিক ও আর্থসামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশের টেলিপ্লে অভিনয়ে নারীর ভূমিকা’ এ বিষয়ের ওপর পিএইচডি করছেন। গত বছর একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল শেষ করেছেন তিনি।