‘পদ্মার প্রেমে’ বিধবা মুনমুন
হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ সিনেমায় অভিনয় করছেন একসময়ের সাড়া-জাগানো নায়িকা মুনমুন। ছবিতে তিনি বিধবার চরিত্রে অভিনয় করছেন। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন আলেকজান্ডার বো।
নায়িকা মুনমুন বলেন, ‘আমার কাছে অনেক ভালো লাগছে এই ছবিতে কাজ করে। পুরো ছবির ইউনিট আমার কাছে অনেক আপন মনে হচ্ছে। কারণ, হারুন স্যারের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। দীর্ঘদিন পর আবার স্যারের ছবিতে কাজ করছি। মনে হচ্ছে, আবারও বোধ হয় পুরোনো দিনে ফিরে গেলাম।’
ছবিতে আলেকজান্ডার বোর সঙ্গে কাজ করা প্রসঙ্গে মুনমুন বলেন, ‘উনার সঙ্গে আমার অনেক ছবি করা হয়েছে। একসময় আমরা সফল জুটি হয়ে কাজ করেছি। সেই হিসেবে আমাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব রয়েছে। আলেক ভাইয়ের সঙ্গে জুটি বাঁধতে আমার ভালো লাগে। আসলে কাজ করতে করতে নিজেদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়, সেটি মাঝেমধ্যে আত্মীয়তার বাঁধন থেকেও অনেক শক্তিশালী। অনেক দিন পর আবার তাঁর সঙ্গে কাজ করব, এটি অনেক বেশি উপভোগ করছি।’
ছবিতে নিজের চরিত্র সম্পর্কে মুনমুন বলেন, ‘আমি এই ছবিতে বিধবার চরিত্রে অভিনয় করেছি। ছবির গল্পে যেমন প্রেম-ভালোবাসা আছে, তেমনি সুন্দর একটি জীবনের গল্প আছে। অনেকেরই মনে হতে পারে, আমি বিধবা আবার আলেক ভাইয়ের সঙ্গে জুটি বাঁধলাম কীভাবে। এটা এখনই আমি বলতে চাই না। দর্শক সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন এবং এই উত্তর খুঁজে নেবেন আশা করি।’
সম্প্রতি শেষ হয়েছে ছবির প্রথম পর্যায়ের শুটিং। আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির দ্বিতীয় পর্যায়ের শুটিং হওয়ার কথা রয়েছে।